দেখুন তো, কেমন ধনী হওয়া যায়!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৪২:৫৩ দুপুর

মানুষের ধনী হওয়ার বিষয়টি আমার নিকট কেমন যেন মনে হয়। অর্থাৎ পরিকল্পনা এবং হিসেব নিকেস করে ধনী হওয়ার কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না।

একেবারে লেটেষ্ট মডেলের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি পার্কিংয়ে রেখে এক ভদ্রলোক আমার দোকানের দিকে এগুচ্ছেন। দূর থেকে দেখে পরিচিত মনে হচ্ছে, তবে তার গাড়ী, পোষাক আর হাবভাবের সাথে আমার পরিচিত ব্যক্তির সাথে মিলছে না। ভাবলাম মানুষের সাথে মানু্ষের মিল থাকতেই পারে। ও-মা, কাছে আসার পর নিশ্চিত হলাম সে-ই আমার পরিচিত সেই মিশরিয় নাগরিক সাফোয়াত, আমাদের বিল্ডিংয়ের নাতুর ছিল যে লোকটি।

তার এই রাজকীয় পরিবর্তনের কেমনে কি জিজ্ঞেস করাতে নিজের ডান হাতের তালু আর পিষ্ট দেশে কয়েকবার চুমু খেয়ে বার কয়েক আলহামদু লিল্লাহ বলে আল্লাহর শোকর আদায় করলো।

তারপর বললো, আমার শোকরিয়া আদায় করতে এসেছে। আমার দোকান চেনা ছিল না, তাই এতদিন আসতে পারেনি। কার নিকট থেকে যেন ঠিকানা পেয়ে আর দেরী করেনি, সে বলল। আমার শোকরিয়া কেন? জানতে চাইলাম। সে জানালো আমার ছেড়ে আসা ফ্ল্যাটটি যা ওকে হস্তান্তর করে এসেছিলাম, এটার মাধ্যমে সে এভাবে ধনী হতে পেরেছে, তাই আমার শোকরিয়া!

আমার বাসা ছিলা আবুধাবীর মোসাফ্ফাহ ‘সাবিয়া খলিফা’য়, বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে বেশ খানিকটা দূরে। মেয়ের ইন্টার পরীক্ষার আগে ফ্ল্যাটটি ছেড়ে স্কুলের কাছাকাছি চলে যাওয়ার সময় তার অনুরোধে ফ্ল্যটটি ফেরৎ না দিয়ে তার নামে হস্তান্তর করেছিলাম। সে ওটাতে ব্যাচেলর ভাড়া দিয়ে কিছু লাভ করতেছিল। সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বশঃত সে বছরই (২০০৬) আবুধাবীতে অবাসন সংকট দেখা দেয়। ভাড়া বেড়ে যায় কয়েক গুন। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, কেউ একটা বাসা খুঁজে দিতে পারলে হাজার দেড় হাজার দেরহাম বকশীশ পেতো। বাসা নয়, একটি সীট জোগাড় করে দিতে পারলেও দুই থেকে পাঁচ শ দেরহাম পাওয়া যেতো। সাফোয়াত আমার ছেড়ে আসা ফ্ল্যটটি একলাখ দেরহাম কী-মানির বিনিময়ে একটি কোম্পানীকে হস্তান্তর করে। এখান থেকেই সে আরো ফ্ল্যট ব্যবসায় করে আজ কোটিপতি। যার কাজ ছিল বিল্ডিং পরিস্কার পরিচ্ছন্ন আর পাহাড়া দেয়া, সে এভাবে হঠাৎ কোটিপতি হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়। এজন্য বলছিলাম ধনি হওয়া কোন হিসেব নিকেশের ব্যপার নয়, আমরা শুধু চেষ্টা করতে পারি। রিজিক এর মালিক আল্লাহ্।

لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

আসমান ও যমীনের ভান্ডারসমূহের চাবি তাঁরই হাতে, যাকে ইচ্ছা অঢেল রিযিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন৷ তিনি সব কিছু জানেন৷ (আশ শুরা-১২)

বিষয়: বিবিধ

১৭৩১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305902
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ সকল প্রাণীর রিজিকদাতা।

প্রত্যেক মানুষের উচিত হালাল রিজক অন্বেষণ করা এবং আল্লাহর শোকরগুজার করা।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৫
247535
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঠিক বলেছেন ওহিদুল ভাই।
আমরা বুঝিনা বলেই যেন তেন ভাবে সম্পদ বৃদ্ধির চেষ্টা করি।
305903
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৮
হতভাগা লিখেছেন :
''সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বশঃত সে বছরই (২০০৬) আবুধাবীতে অবাসন সংকট দেখা দেয়। ''


০ যাদের কাছে আছে বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল আর কৃত্রিম দ্বীপ - তাদের কি না আবাসন সঙ্কট ?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৭
247536
মোহাম্মদ লোকমান লিখেছেন : ২০০৬ থেকে বেশ কয়েক বছর আবাসন সংকট ছিল এদেশে। এ সুযোগে আমরাও বেশ খানিকটা কামিয়ে নিয়েছিলাম। লাখ লাখ শ্রমিক-কর্মচারীদের জন্য “আইকাড” তৈরী হলো মাত্র ৪/৫ বছর হলো। চিন্তা করুন, এরা তখন কোথায় কিভাবে পীট সমস্যার সমাধান করেছেন।
উদাহরণ স্বরূপ: আমার ৩০স্কয়ার মিটারের দু’টি দোকানের ফোরসিলিং ভাড়া দিয়েছিলাম আট হাজার দেরহাম প্রতিমাসে। এভাবে প্রতিটি দোকানের ফোরসিলিং হয়ে উঠেছিল বাসগৃহ!বর্তমানে অবশ্য বেশ ভালো ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ।
305904
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : ভাইজান আমার জন্য দোয়া করবেন. ধণী হতে না পারলেই শান্তিতে থাকতে চাই।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
247540
মোহাম্মদ লোকমান লিখেছেন : কিরে জামাল ভাই, আপনি আবার গরীব কোন সময় হলেন?
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
247973
সিটিজি৪বিডি লিখেছেন : গরীব বলেই তো বিদেশে পড়ে আছি..ভাইজান।
305932
২৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২২
সন্ধাতারা লিখেছেন :

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ লোকমান ভাইয়া।
আসমান ও যমীনের ভান্ডারসমূহের চাবি তাঁরই হাতে, যাকে ইচ্ছা অঢেল রিযিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন৷ তিনি সব কিছু জানেন৷ (আশ শুরা-১২)

অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
247593
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
305941
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
মু নূরনবী লিখেছেন : আমি গরীব থাকতে চাই না...ধনী হতে চাই...

হাহহা..দোয়া
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৫
247596
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনাকে ধন-জন বাড়িয়ে দিন। Happy
305970
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
হালাল রিযক এর অন্বেষন ই মানুষ কে সুখি করে। ধনি হওয়ার হিসাবের মধ্যে ধ্বংস হয়ে যায় হৃদয় এর শান্তি।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৭
247598
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সবুজ ভাই। আসলে ধন সম্পদ আল্লাহ নসিবে যা রেখেছেন তার চেয়ে বেশী পাওয়া মোটেই সম্ভব নয়।
317155
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৮
আহসান সাদী লিখেছেন : এরকম বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে ভালো লাগে। কেচ্ছা কাহিনীতে আর হয় না। প্রবাসীদের জীবনে গল্প প্রচুর। এগুলো নিয়মিত শেয়ার করার অনুরোধ রইলো।
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪০
258326
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ আহাসান সাদী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File