রানীর বিয়ে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪৭:৪৩ বিকাল
দাবা খেলায় যখন মন্ত্রী বধ হয় তখনই বুঝা যায় হারটা নিশ্চিত, তবুও চেষ্টা চলতে থাকে যদি প্রতিপক্ষ ভুল করে বসে সেই আসায়, কিন্তু তা আর হয়না, কিস্তি ঘোড়া হাতি সব একে একে খোয়াতে খোয়াতে রাজা একা হয়ে যায়, তারপর ১৬ চাল দিয়ে অন্তত ড্র করা যায় কিনা সেই চেষ্টাও চলে।
জাতিসংঘের সংলাপের উদ্যোগে বিএনপির ‘হ্যাঁ’ আ.লীগের ‘না’
আওয়ামিলীগ এর এখন সেই অবস্থা, ভাটার টান ধরেছে। জোয়ার এসে যখন ভাটা শুরু হয় তখনো কিন্তু পানি সামনের দিকে ঢেউ দিতে দিতে পেছায়, কখনো উল্টা ঢেউ দেয়না, আওয়ামিলীগ এখন মুখে আস্ফালন দেখাবে কিন্তু পেছনে যেতেই থাকবে, তারপর রানী একা (যেহেতু এই দাবায় রাজা নেই), তারপর ড্র করার চেষ্টা হবে, তারপর আমরা রানীকে ধরে বিয়ে দিয়ে দেব, রাজা ছাড়া দাবা খেলা জমে নাকি!!!
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের দাওয়াত পাবো তো? ?
মারাত্মাক কথা কিন্তু
পাগলের সুখ মনে মনে।
মন্তব্য করতে লগইন করুন