# ঢের হয়েছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৫, ০৪:১৩:০২ বিকাল
ইচ্ছে হলে খেমটা নাচবে লাজ লজ্বা ছাড়ায়
মন যা চায়
দেশটা তোমার দাদার মুল্লুক ভাবছ বুঝি তায়
দেখার কেউ নাই।
বেলট খেয়ে বুলেট দিয়ে চাইছ দিতে ধোকা
যায়নি তবু রোখা
বিদ্যুতের লাইন কেটে বুঝি গণতন্ত্র যায় রোখা?
কে বলেছে বোকা!!
ঢের হয়েছে নষ্টামি আর ভ্রষ্টামি, ঘৃণা, বিদ্বেষ
করব এবার শেষ
থাকবেনা আর নরম গদির কুসুম কুসুম রেশ
জাগল এবার দেশ।
বিষয়: বিবিধ
৬৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্য হত দেশ,
চোর গুণ্ডা খতম হত
জুলুম হত শেষ৷
দেশের সেনা হয়েছে চেনা
ন'পুংসক দলে,
হাড় ছিটালে চাঁটতে জানে
পুচ্ছ ধরে চলে৷
খাবে মোদের গিলে?
মন্তব্য করতে লগইন করুন