# ঢের হয়েছে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৫, ০৪:১৩:০২ বিকাল



ইচ্ছে হলে খেমটা নাচবে লাজ লজ্বা ছাড়ায়

মন যা চায়

দেশটা তোমার দাদার মুল্লুক ভাবছ বুঝি তায়

দেখার কেউ নাই।

বেলট খেয়ে বুলেট দিয়ে চাইছ দিতে ধোকা

যায়নি তবু রোখা

বিদ্যুতের লাইন কেটে বুঝি গণতন্ত্র যায় রোখা?

কে বলেছে বোকা!!


ঢের হয়েছে নষ্টামি আর ভ্রষ্টামি, ঘৃণা, বিদ্বেষ

করব এবার শেষ

থাকবেনা আর নরম গদির কুসুম কুসুম রেশ

জাগল এবার দেশ।

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302344
৩১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেয়ারের গরমে মাথাও গরম!!!
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
244524
বাকপ্রবাস লিখেছেন : টেরম টেরম পড়লে ঠিক হয়ে যাবে Rolling on the Floor
302346
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
244525
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ নেবেন
302363
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৫
শেখের পোলা লিখেছেন : ভেঁড়ার পালে জাগত যদি
ধন্য হত দেশ,
চোর গুণ্ডা খতম হত
জুলুম হত শেষ৷
দেশের সেনা হয়েছে চেনা
ন'পুংসক দলে,
হাড় ছিটালে চাঁটতে জানে
পুচ্ছ ধরে চলে৷
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৬
244598
বাকপ্রবাস লিখেছেন : তাহলেকি সেই ডাইনিটা
খাবে মোদের গিলে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File