ছড়া সাম্প্রতিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ অক্টোবর, ২০১৪, ০৫:৪৭:৫০ বিকাল
১.
কিন্তু বাবার জানাযায়
মশা মাছি দেখিনাই
গোলাম আজম নেতা তাই
শোক জানায় বিশ্ব টাই।
কিন্তু গদির ক্ষমতায়
নব্বই বছর জেল দেয়া যায়
মৃত্যু যখন নাড়বে কড়া
দেখবে লোক মিষ্টি বিলায়।
২.
পিয়াস করিম গেছেন চলে
শত চেষ্টায় আসবেনা আর
একটা প্রশ্ন গেছেন ফেলে
শহীদ মিনার তুমি কার!!
লুট হয়ে যায় শহীদ মিনার
টানায় নোটিশ প্রবেশ নিষেধ
রুখতে হবে বাক হানাদার
গদির নেশায় ছড়ায় বিবেধ।
৩.
ছাত্র যখন ফে'ল মারে
দোষটা কিন্তু মাষ্টরের
প্রশ্ন কেন হার্ড করে
মন্ত্রী নাহিদ ফোঁস মারের।
প্রশ্ন পত্র ফাঁস হলে
জিপিএ ফাইভ হাতের মোয়া
শিক্ষামন্ত্রী মূর্খ্য হলে
জাতীর চোখ ধোঁয়া ধোঁয়া।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু গুরু আপনাকে অনেক দিন পাচ্ছি না, মিস করেছি অনেক।
শুভকামনা রইলো নিরন্তর।
আপনিও সব কিছু থেকে নিশ্চিন্ত মনে আমাদের মাঝে ফিরে আসুন, এই কামনা করছি।
জাজাকাল্লাহু খাইর।
করছ দাবী তুমি মুসলমান।
তবু বাতিলের পথে আর তাগুতের সাথে
সখ্যতা তোমার অফুরান।
কেদেও লাভ কি???
কিন্তু কইলাম বাঁচা দায়
অনেক দিন পরে ফিরে আসলেন.......!
স্বাগতম জানাই........।
আল্লাহ প্রিয় 'বাবা'দের কে দ্রুত পুর্ণ সুস্হ্য করে দিন এই দোয়া করি......।
মন্তব্য করতে লগইন করুন