বিএনপি একটা আজব দল ।
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ২৬ অক্টোবর, ২০১৪, ০৬:০১:১৭ সন্ধ্যা
বিএনপি একটা আজব দল । অপদার্থের দলও বলা যায়।
জামায়াত নেতার মৃত্যুতে তারা সামান্য সমবেদনা জানানোরও সাহস পায়নি আলীগের সমালোচনার ভয়ে ! অথচ এই গাধার দলটি জামাতের সাথে গলামিলিয়ে একসাথে মিছিল মিটিং খাওয়া দাওয়া সবকিছুই করছে। তারা মনে করছে কোন বিবৃতি দিলে বা জানাজায় উপস্থিত হলে রাজাকারের গন্ধ গায়ে লেগে যাবে।
গাধার দল বুঝে না তারা আওয়ামী সমালোচনা হতে যতই লুকানোর চেষ্টা করুক না কেন, তাতে কোন লাভ হবে না । আলীগ বিরোধী সবাইকেই আলীগ রাজাকার বলে চিত্রায়িত করতে একমুহূর্ত দেরী করে না। তার সর্বশেষ জ্বলন্ত উদাহরন এ কে খন্দকার। খালেদা জিয়া অনেক জনসভায় এই মানবতাবিরোধী বিচারের বিপক্ষে স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছেন । তাহলে এখন কোন অজুহাতে গায়ে গন্ধ মাখতে না চাওয়ার কৌশল ?
বিএনপি যদি নিজ অবস্থানে শক্ত হয়ে দাঁড়াতে পারতো এবং সে মোতবেক বুক ফুলিয়ে কথা বলতে পারতো তাহলে তাদের পক্ষে এদেশের ৭৫% মানুষ থাকতো আর বাকী ২৫% আওয়ামী বলয়ে থেকে লাফালাফি করতো। কিন্তু বিএনপির আত্মবিশ্বাসের অভাবে সে অবস্থান থেকে বার বার সরে এসেছে। এর ফলে লাভবান হচ্ছে জামাত। তারা নিজ পায়ে চলতে চলতে আরো বলিয়ান হচ্ছে এবং সামনে আরো হবে বলেই মনে হচ্ছে। এদেশের নির্যাতিত নীপিড়িত মানুষের একমাত্র ভরশার স্থল হয়ে উঠবে জামায়াত।
বিএনপি যত দ্রুত তাদের অবস্তান বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল হবে এবং অদূর ভবিষ্যতে দলটি বিলীন হবার হাত থেকে রক্ষা পাবে।
বিষয়: বিবিধ
১৭৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন