কোথায় চলেছি আমরা ?

লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ২০ মে, ২০১৩, ০৭:৫৯:৫৫ সন্ধ্যা

অজানার পথে চলেছি সবাই-----------।

কোথায় চলেছি আমরা ?

কে আমাদের চালক ?

আশ্চর্য হলো সব কিছুকে বৈধতা দিতে কোন না কোন ভাবে যুক্তি খাড়া করা হচ্ছে !

নির্যাতনের মাত্রা আরো কতদুর এগুবে তা কেউ জানে না।

জুলুম নির্যাতনকে বৈধ করার জন্য যুক্তির শেষ নেই।

গহীন কালো অন্ধকারে আপাতত কোন আলোর রেখা দেখা যায় না। প্রতিবাদের সব ভাষা কেড়ে নেয়া হচ্ছে সুকৌশলে। অজানা আতংক আর শঙ্কা নিয়ে চলার পথের শেষ কোথায় তা কেউ জানে না।

ভরসা একটিই “রাত যত গভীর হয় প্রভাত আলো ততই দ্রত দেখা মেলে ।” মজলুমের কান্না বিফলে যাবার কথা নয়।

বিষয়: বিবিধ

১৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File