একজন জাতির পিতা ও জাতির শত্রু রাজাকারের মাঝে পার্থক্যটা কোথায়?
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২৬ অক্টোবর, ২০১৪, ০৪:৫৩:২৪ বিকাল
মিডিয়া, সভা-সেমিনার, স্থাপত্য, এমনকি ইতিহাসের হাজার হাজার পৃষ্ঠা জুড়ে শুধু একটাই নাম "জাতির পিতা মুজীব". প্রশংশার এমন কোন শব্দ/বাক্য বাকি নেই যা তার ব্যাপারে প্রয়োগ করা হয়নি। তবু ও যেন প্রশংসা ফুরায়না!!!!.
ঠিক উপরোক্ত জায়গাগুলো জুড়ে আরেকটি নাম পাওয়া যায়। রাজাকার "গোলাম আজম". কুটুক্তি, গালা-গালির এমন কোন শব্দ/বাক্য ছিলনা যা তার ব্যাপারে প্রয়োগ করা হয়নি।
তাহলে বুঝা গেল উভয়ের মাঝে বিস্তর ফারাক রয়েছে।
তবে এই পার্থক্য দুইটি দৃষ্টিকোন থেকে বিষয়টিকে ঘোলাটে করে দিচ্ছে।
প্রচার ও প্রকাশনায় "জাতির পিতাকে" দেখানো হচ্ছে চিরনন্দিত। আর "রাজাকার গোলাম আজমকে" চিরনিন্দিত।
কিন্তু, যাদের সামনে এই সবের প্রচার,প্রকাশনা করা হচ্ছে সেই জনগনের অন্তরে একজন নিন্দিত, অপরজন নন্দিত। পার্থক্যটা তাহলে কোথায়?
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবনার শেষ না হতেই ব্লগার বাক প্রয়াস ভাইয়ের একটা কবিতা পড়লাম ফেইস বুকে। লিখে দিলাম অনুভুতি।
কিন্তু বাবার জানাযায়
মশা মাছি দেখিনাই
গোলাম আজম নেতা তাই
শোক জানায় বিশ্বটাই।
কিন্তু গদির ক্ষমতায়
নব্বই বছর জেল দেয়া যায়
মৃত্যু যখন নাড়বে কড়া
দেখবে লোক মিষ্টি বিলায়।
আরেক জনের...দেশে-বিদেশে জানাজা..
মামুন ভাইয়ের মন্তব্যর বক্সে ড়ান পাশে একটা তীর চিহ্ন আছে ওটাতে ক্লিক করুন। নতুন একটা বক্স ওপেন হবে । ওই বক্সে আপনার জবাব লিখুন তারপর প্রকাশ করুন ওনার পাতায় আপনার জবাব পোঁছে যাবে।
এই ভাবে আপনার আগের পোস্টগুলীতেও জবাব দিলে মন্তব্যকারিরা জানতে পারবে
এবং খুশি হবে । শুভ ব্লগিং জাযাকাল্লাহ খায়ের
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন