একজন জাতির পিতা ও জাতির শত্রু রাজাকারের মাঝে পার্থক্যটা কোথায়?

লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২৬ অক্টোবর, ২০১৪, ০৪:৫৩:২৪ বিকাল

মিডিয়া, সভা-সেমিনার, স্থাপত্য, এমনকি ইতিহাসের হাজার হাজার পৃষ্ঠা জুড়ে শুধু একটাই নাম "জাতির পিতা মুজীব". প্রশংশার এমন কোন শব্দ/বাক্য বাকি নেই যা তার ব্যাপারে প্রয়োগ করা হয়নি। তবু ও যেন প্রশংসা ফুরায়না!!!!.

ঠিক উপরোক্ত জায়গাগুলো জুড়ে আরেকটি নাম পাওয়া যায়। রাজাকার "গোলাম আজম". কুটুক্তি, গালা-গালির এমন কোন শব্দ/বাক্য ছিলনা যা তার ব্যাপারে প্রয়োগ করা হয়নি।

তাহলে বুঝা গেল উভয়ের মাঝে বিস্তর ফারাক রয়েছে।

তবে এই পার্থক্য দুইটি দৃষ্টিকোন থেকে বিষয়টিকে ঘোলাটে করে দিচ্ছে।

প্রচার ও প্রকাশনায় "জাতির পিতাকে" দেখানো হচ্ছে চিরনন্দিত। আর "রাজাকার গোলাম আজমকে" চিরনিন্দিত।

কিন্তু, যাদের সামনে এই সবের প্রচার,প্রকাশনা করা হচ্ছে সেই জনগনের অন্তরে একজন নিন্দিত, অপরজন নন্দিত। পার্থক্যটা তাহলে কোথায়?

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278356
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৮
মামুন লিখেছেন : পড়লাম, ভালো লিখেছেন। কিন্তু কোনো মন্তব্য করছি না। Thumbs Up Thumbs Up Thumbs Up
278359
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩১
ফখরুল লিখেছেন : লেখাটা পড়লাম, আসলেই সত্যি একটি যাহা আমাদের ভাবার বিষয়।
ভাবনার শেষ না হতেই ব্লগার বাক প্রয়াস ভাইয়ের একটা কবিতা পড়লাম ফেইস বুকে। লিখে দিলাম অনুভুতি।

কিন্তু বাবার জানাযায়
মশা মাছি দেখিনাই
গোলাম আজম নেতা তাই
শোক জানায় বিশ্বটাই।

কিন্তু গদির ক্ষমতায়
নব্বই বছর জেল দেয়া যায়
মৃত্যু যখন নাড়বে কড়া
দেখবে লোক মিষ্টি বিলায়।
278362
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪২
হাকালুকি লিখেছেন : সহজ পার্থক্য! একজনের জানাজায় দশজন লোকও হয়নি! কেও ইন্নালিল্লাহ পড়েনি!!

আরেক জনের...দেশে-বিদেশে জানাজা..
278365
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একজন দুনিয়াতে নন্দিত আর একজন আখেরাতে। পার্থক্য জাষ্ট এই।
278367
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫১
নূর আল আমিন লিখেছেন : সত্য সমাগত মিথ্যাদুরিভুত
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০২
222150
জোনাকি লিখেছেন : ইয়াপ!
278381
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
রাজাকারের বেয়াই লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
222201
জেদ্দাবাসী লিখেছেন : আপনি এইভাবে জবাব দিলে মামুন ভাইয়ের পাতায় যাবে না। সুতারাং তিনি আপনার দেওয়া জবাব দেখতে পাবেন না।
মামুন ভাইয়ের মন্তব্যর বক্সে ড়ান পাশে একটা তীর চিহ্ন আছে ওটাতে ক্লিক করুন। নতুন একটা বক্স ওপেন হবে । ওই বক্সে আপনার জবাব লিখুন তারপর প্রকাশ করুন ওনার পাতায় আপনার জবাব পোঁছে যাবে।

এই ভাবে আপনার আগের পোস্টগুলীতেও জবাব দিলে মন্তব্যকারিরা জানতে পারবে
এবং খুশি হবে । শুভ ব্লগিং জাযাকাল্লাহ খায়ের

278382
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
রাজাকারের বেয়াই লিখেছেন : ফখরুল ভাই, ভালো বলেছেন
278383
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
রাজাকারের বেয়াই লিখেছেন : হাকালুকি ভাই, পার্থক্য শুধু এইটাতে নয়, "তোমার রিদয় জুড়ে আমি" ভাই যা বলেছেন তা ও কিন্তু আছে
278390
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
তহুরা লিখেছেন :

১০
278401
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
জেদ্দাবাসী লিখেছেন : হাজার বছরের শ্রেষ্ট প্রভাবশালী বাংগালীর শত লিষ্টে ৩৫ নম্ভরে অধ্যাপক গোলাম আযমের নাম আর শেখ মুজিবের এক নম্ভরে ছিল বিবিসির জরিপে। আযম সাহেবের মৃত্যুর পর জরিপটা যদি বর্তমানে আবার করে তাহলে উল্টাটাই হতে পারে।
ধন্যবাদ

১১
278404
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
রাজাকারের বেয়াই লিখেছেন : ঠিক বলেছেন জেদ্দাবাসী
১২
278416
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : আসল ফারাক এখানেই, যার শেষ ভাল তার সব ভাল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File