চুশীলদের চেতনার দন্ড কি আজ দাড়ায় নাই?

লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২০ নভেম্বর, ২০১৪, ০৮:০৭:৫৭ রাত

হাটহাজারী মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ১জন নিহত ও অর্ধশতাধিক আহত,,,,,,,,,,,,,,,

আজকের সংবাদটি যদি এমন হত?

শুরুতেই এই দেশের ছোট-বড় সব মিডিয়ার লাইভ সম্প্রচার চলত সারাদিন, চ্যানেলগুলোতে বিজ্ঞপ্তী পর্যন্ত বন্ধ থাকত। টকশোতে মাদ্রাসা শিক্ষার চৌদ্দগোষ্ঠি উদ্দার করেই চুশীলরা ক্ষান্ত হত। ইনু ও মগার মুখে "জংগীবাদ, মৌলবাদ" শ্লোগানে ফেনা শেষ হয়ে রক্ত বের হবার মত অবস্থা সৃষ্টি হয়ে যেত। হাজার হাজার পুলিশ মোতায়েন করে ছাত্র-শিক্ষকদের গনহারে গ্রেফতার করা হত।

খোদার ক্বসম, আজকের ঘটনা মাদ্রসার ক্ষেত্রে হলে পরিস্থিতি এর চাইতে একটু ও ব্যাতিক্রম হত না।

অথচ, ভার্সিটি, ক--লেজ গুলোতে প্রতিনিয়ত ঘটছে এসব। কিন্তু আজ পর্যন্ত এদের ব্যাপারে কারো মুখ দিয়ে "জংগীবাদ,সন্ত্রাস" শব্দ বের হল না! কেউ ক--লেজ শিক্ষা বন্ধের ব্যাপারে টু-শব্দটুকু করল না। টাই-প্যান্ট দেখলেই কাউকে উগ্রপন্থি বলে গালী দিল না।

অথচ বিনা অপরাধে আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষাকে আজ জংগীবাদ ও সন্ত্রাসের অপবাদ নিয়ে চলতে হচ্ছে। কথায় কথায় হুজুরদের দিকে আংগুল তুলে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে।

আমরা ও সেই আবুলদের সাথে গলা মিলিয়ে আজ মাদ্রাসা শিক্ষা বন্ধের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছি। অথচ ক--লেজ শিক্ষার বিরুদ্ধে কিছু বললেই আজ কারাগারে ভর্তি হয়ে যাবে? কেন এই বৈষম্য?

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286282
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৭
খান জুলহাস লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১১
229810
রাজাকারের বেয়াই লিখেছেন : ধন্যবাদ
286290
২০ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৬
লাথি মার ভাঙ্গরে তালা লিখেছেন : আমাদের কে আরও সচেতন হতে হবে ইসলামের দুশমন বসে নেই ? মিডিয়া তাদের দখলে তাই জনাব তাজুল ইসলাম বলেছেন আমাকে চ্যানেল আই ও আকাত্তুর টি ভি ও প্রথম আলো ও যুগান্তর পত্রিকা দাও শেখ মুজিব যে রাজাকার ছিল তা আমি প্রমান করে দিব
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১২
229811
রাজাকারের বেয়াই লিখেছেন : সুনদর পরামরশের জন্য ধন্যবাদ
286299
২০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্য স্বিকার করতেই তাদের বড় কষ্ট!!!
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৩
229812
রাজাকারের বেয়াই লিখেছেন : ঠিক বলেছেন কবির ভাই

286316
২০ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৩
শেখের পোলা লিখেছেন : কেননা এগুলো চেতনার শিক্ষা৷ আর দেশটা ওদের বাপের তালুক, সে জন্যই স্বাধিনতার প্রয়োজন হয়েছিল৷ অপেক্ষা করুন৷
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৫
229814
রাজাকারের বেয়াই লিখেছেন : আরেকটি স্বাধীনতা যুদধের
286317
২০ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : অচলীল শিরোনামের জন্য পোষ্টে মাইনাস
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:২৬
229793
এহসান সাবরী লিখেছেন : আপনি এক গ্লাস পানিতে সুইসাইড করেন প্লীজ
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৭
229815
রাজাকারের বেয়াই লিখেছেন : লুল।দু:খিত।
286356
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:২৮
এহসান সাবরী লিখেছেন : উত্তম বলেছেন ভাই!
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৭
229816
রাজাকারের বেয়াই লিখেছেন : ধন্যবাদ এহসান ভাই
286357
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:৫৪
যা বলতে চাই লিখেছেন : ইসলামের দুষমনরা তাদের কাজ ঠিক মতই করে যাচ্ছে। শুধু আমরা আমাদের কাজ সঠিকভাবে করছিনা। আমাদেরকে আরো সক্রিয় হতে হবে। তবে অবশ্যই শালীনভাবে।
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৯
229817
রাজাকারের বেয়াই লিখেছেন : ভাই,শালীনতা আসেনা এদের কুকরমো দেখলে
286438
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৬
যা বলতে চাই লিখেছেন : আপনার একটু অসতর্কতার কারণে দুর্বল চিত্তের কোন মানুষ কখনো দ্বিধায় পড়ে যেতে পারে। তাই এ পরামর্শ দিয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুণ। আমিন।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
230128
রাজাকারের বেয়াই লিখেছেন : আমীন
286443
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৮
মুসা বিন মোস্তফা লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ Rose Rose Rose Rose
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:১১
230129
রাজাকারের বেয়াই লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File