চুশীলদের চেতনার দন্ড কি আজ দাড়ায় নাই?
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২০ নভেম্বর, ২০১৪, ০৮:০৭:৫৭ রাত
হাটহাজারী মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ১জন নিহত ও অর্ধশতাধিক আহত,,,,,,,,,,,,,,,
আজকের সংবাদটি যদি এমন হত?
শুরুতেই এই দেশের ছোট-বড় সব মিডিয়ার লাইভ সম্প্রচার চলত সারাদিন, চ্যানেলগুলোতে বিজ্ঞপ্তী পর্যন্ত বন্ধ থাকত। টকশোতে মাদ্রাসা শিক্ষার চৌদ্দগোষ্ঠি উদ্দার করেই চুশীলরা ক্ষান্ত হত। ইনু ও মগার মুখে "জংগীবাদ, মৌলবাদ" শ্লোগানে ফেনা শেষ হয়ে রক্ত বের হবার মত অবস্থা সৃষ্টি হয়ে যেত। হাজার হাজার পুলিশ মোতায়েন করে ছাত্র-শিক্ষকদের গনহারে গ্রেফতার করা হত।
খোদার ক্বসম, আজকের ঘটনা মাদ্রসার ক্ষেত্রে হলে পরিস্থিতি এর চাইতে একটু ও ব্যাতিক্রম হত না।
অথচ, ভার্সিটি, ক--লেজ গুলোতে প্রতিনিয়ত ঘটছে এসব। কিন্তু আজ পর্যন্ত এদের ব্যাপারে কারো মুখ দিয়ে "জংগীবাদ,সন্ত্রাস" শব্দ বের হল না! কেউ ক--লেজ শিক্ষা বন্ধের ব্যাপারে টু-শব্দটুকু করল না। টাই-প্যান্ট দেখলেই কাউকে উগ্রপন্থি বলে গালী দিল না।
অথচ বিনা অপরাধে আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষাকে আজ জংগীবাদ ও সন্ত্রাসের অপবাদ নিয়ে চলতে হচ্ছে। কথায় কথায় হুজুরদের দিকে আংগুল তুলে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে।
আমরা ও সেই আবুলদের সাথে গলা মিলিয়ে আজ মাদ্রাসা শিক্ষা বন্ধের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছি। অথচ ক--লেজ শিক্ষার বিরুদ্ধে কিছু বললেই আজ কারাগারে ভর্তি হয়ে যাবে? কেন এই বৈষম্য?
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন