ঘুষ ও একজন আবুলের দুরাবস্থা। না পড়লে চরম মিস!!
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ১৩ নভেম্বর, ২০১৪, ০২:১৮:০৭ দুপুর
>> না পড়লে চরম মিস করবেন <<
----------------------------------------------
সবেমাত্র দুপরের খানা খেয়ে ঘর থেকে বের হলেন। তরকারী ছিল একদিনের বাসি। কিছুদুর না যেতেই দুধে আলতা মাখা সাদা চেহারা ঘন কালো মেঘে ঢেকে গেল। পেটের মধ্যে শুরু হল প্রচন্ড গর্জন। এ যেন ৯ নাম্বার মহাবিপদ সংকেত। এক কদম ও সামনে বাড়ানোর ক্ষমতা নেই। এক্ষুনি বুঝি মুষলধারে বৃষ্টি শুরু হবে!!
উপর-নিচের উভয় মুখ অনেক কষ্টে চেপে ধরে নগরসেবা কেন্দ্রের দিকে হাটা দিলেন। হায়! সেখানে রোগীদের লম্বা লাইন। সকলের অবস্থা একইরকম। বিশাল লম্বা লাইন টপকে কোনমতে সেবাকেন্দ্রের কাউন্টারে গিয়ে ভিখারীর মত হাত পেতে দিলেন একটা ইমার্জেনসি টিকেটের জন্য।
ভিতর থেকে আওয়াজ আসল, ঘুষ লাগবে!
পকেটে হাত দিয়ে দেখেন টিকেটের মুল্যপরিমান মাত্র ৫টাকাই আছে।
একটু দয়া করেন প্লিজ! ৫টাকা ছাড়া আর একটা পয়াসা ও নেই।
না! মাফ করা যাবে না! আগে ঘুষ দেন।
তর্ক চলল অনেক্ষন। কিন্তু এভাবে আর কতক্ষন। হঠাৎ শুরু হল ভারী গর্জন। বিদ্যুৎ চমকে উঠল কয়েক বার।
আশপাশ কাঁপিয়ে বিকট গর্জন দিয়ে শুরু হল মুষলধারে বৃষ্টি। এক নাগাড়ে ২ মিনিট বৃষ্টির পর হুশ আসল আবুলের। নিজেকে আবিষ্কার করলেন কাউন্টার থেকে ২০ হাত দুরে এক ডাস্টবিনের কাছে।
কানে ধরলেন আবুল। আর কখনো ঘুষের নাম নেব না। বিকেলে সংসদে বসেই নিজের পুর্বের মত প্রত্যাহার করে ঘুষবিরোধী আইন পাশের প্রস্তাব রাখলেন!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন