আওয়ামীবাদ!
লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ২০ নভেম্বর, ২০১৪, ০৮:২১:৩৫ রাত
আওয়ামীলীগ এখন শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়-একটি মতাদর্শের নাম। যে মতাদর্শের ভিত্তি হল-নাস্তিকতা ও ইসলামবিরোধীতা। যাদের শ্লোগান হল-"জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু" ৷
এ দলটির প্রতিষ্ঠাতা, দেশের স্থপতি মরহুম শেখ মুজিবকে ভালবেসে এখনো যারা আ'লীগ করছে তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। তারা বুঝতেও পারছে না এ দলটিকে সমর্থন করে নিজের ঈমান আদৌ আছে কিনা!
এ আ'লীগ শেখ মুজিবের আদর্শ-নীতির উপর প্রতিষ্ঠিত সে আ'লীগ নেই, এই আ'লীগ এখন শেখ হাসিনার আ'লীগ, এ আ'লীগ ইনু-মিনু, রাম-বামদের আ'লীগ।
যে আওমীলীগকে দেশের আটানব্বই ভাগ আলেম-উলামাগণ প্রত্যাখান করেছেন সে আ'লীগ ইসলামের শত্রু বৈ বন্ধু হতে পারে না। যে আ'লীগকে দেশের শতকরা পঁচানব্বই ভাগ জনতা ঘৃণা করে সে আ'লীগ দেশ ও স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।
তাই আওয়ামী বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ধর্ম। সূতরাং অন্ধ দলপ্রেমে ডুবে, নরকের দরজায় পা দিয়ে পরকালকে ক্ষতিগ্রস্ত করবেন না!
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন