বিজয় দিবসের ভাবনা

লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৪:২১:৩৪ বিকাল



স্বাধীনতার ৪৩ বছর হতে চলেছে কিন্তু আজো গুণগত কোন পরিবর্তন এ জাতি দেখেনি।

লক্ষ মায়ের ইজ্জত আর লক্ষ প্রাণের শাহাদাতের বিনিময় অর্জিত আমাদের এই স্বাধীনতা। প্রাপ্তি একটি স্বাধীন-স্বার্বভূমি সোনার এই বাংলাদেশ। এত ত্যাগের বিনিময় অর্জিত আমাদের এই স্বাধীনতা আজ ব্যর্থতায় পর্যবসিত হতে চলেছে। বছরান্তে বিজয় দিবস আসছে আমরা তা পালন করছি, অথচ পেয়েছি কি সত্যিকারের সে বিজয়? স্বাধীনতা দিবসে স্বাধীনতার উৎসব করি, অথচ পেয়েছি কি প্রকৃত সে স্বাধীনতার স্বাধ? এভাবে যুগ যুগ চলে যাবে কিন্তু প্রকৃত বিজয়ের আনন্দ আর স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারবো না। এজন্য প্রয়োজন আরেকটি সংগ্রাম, আরেকটি বিপ্লবের যার মাধ্যমে দূরভীত হবে সকল অন্যায়-অনাচার, দূর্নীতি ও দুঃশাসন। প্রতিষ্ঠিত হবে যত ন্যায়, অধিকার, সুখ ও সমৃদ্ধি।

তাই প্রয়োজন এমন একটি খোদাভীরু নেতৃত্ব, যাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হলে নাগরিক ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার, ভোগ করবে প্রকৃত বিজয় আর স্বাধীনতা।

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294931
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪১
ইবনে আহমাদ লিখেছেন : এই প্রয়োজনের জন্য আমাদেরকে কাজ করা উচিত। সবাই সবার জায়গা থেকে।
294934
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
সন্ধাতারা লিখেছেন : সুন্দর মূল্যায়ন এবং বিশ্লেষণ মাশাল্লাহ। জাজাকাল্লাহু খাইর।
296548
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১০
আবু নুসাইবা লিখেছেন : সুন্দর কমেন্টের জন্য আপনাদেরকে ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File