চরমোনাই কেন যাবো?
লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ২২ নভেম্বর, ২০১৪, ০৮:৪৫:৩৮ রাত
আসছে ২৬, ২৭ ও ২৮ নভেম্বর'১৪ বিশ্বের তৃতীয় বৃহৎ ইসলামী মহাসম্মেলন ঐতিহাসিক চরমোনাই’র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। লক্ষ লক্ষ আল্লাহর পাগল, পথভোলা লোকদের পদভারে মূখরিত হয়ে উঠবে চরমোনাইর দরবার।
অনেক বন্ধুরাই প্রশ্ন করে থাকেন-চরমোনাই কেন যাবো? আমি তাদের জ্ঞাতার্থে তার কারণ উল্লেখ করছি। আমরা চরমোনাই যাবো মূলত তিনটি কারণে-
১) আল্লাহ তা'আলার ফরমান-"হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের" (৫৯/নিসা), "হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক" (১১৯/তাওবা)। এ আয়াতগুলো সহ আরো অসংখ্য আয়াতে আল্লাহ ওয়ালাদের সংশ্রবে থাকার ও তাদের অনুসরণ করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
২) আকাবিরগণের সুন্নাত। আমাদের রাহনুমা আকাবিরদের জীবনালেখ্য ঘাটলে দেখা যাবে তারা যুগের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব ও আল্লাহ ওয়ালা হওয়া সত্যেও কারো না কারো হাতে বায়াত হয়েছেন, আত্মশুদ্ধির জন্য তাদের দরবারে গিয়েছেন। বর্তমানেও এর বহু নযীর রয়েছে। অনুসন্ধিৎসুরা আকাবিরদের জীবনী অনুসন্ধান করে দেখতে পারেন ৷
৩) রূহ তথা আত্মার চিকিৎসার জন্য। আমাদের বাহ্যিক জীবনে কোন অসুখ হলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্য হই শারিরিক সুস্থতা লাভের আশায়। আমাদের শরীর যেভাবে অসুস্থ হয় তদ্রুপ গুনাহ করার দ্বারা আমাদের আত্মাও(ক্বলব, রূহ) সে ভাবে অসুস্থ হয়ে পড়ে। শারিরিক চিকিৎসার জন্য যেমন ডাক্তার আছেন তেমনি আত্মার ব্যাধির জন্যও রূহানী ডাক্তার রয়েছেন যারা আত্মার চিকিৎসা তথা পরিশুদ্ধ করেন। যাকে শরীয়তের পরিভাষায় তাযকিয়ায় নফস বলা হয়। বর্ণিত হচ্ছে-"হে পরওয়ারদেগার! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুণ যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন। এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমিই পরাক্রমশালী হেকমতওয়ালা" (১২৯/বাক্বারা), "নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়" (১৪/আ'লা)।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন