দুবাই ওয়ালার স্বপ্ন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ আগস্ট, ২০১৪, ০৫:৫১:১৭ বিকাল
সারাটা দিন ইট বালি শেষে
স্বপ্ন দেখে যাবে কবে দেশে
ঘুমের আগে টিভিটা সে ছাড়ে
খবর শুনে উঠে নড়ে চড়ে!
দুবাই ওয়ালার বউ থাকেনা ঘরে
পালিয়ে যায় লজিং মাষ্টর ধরে
রিয়াল দিনার আসবেনা আর কাজে
সময়টা উদ্ভট ভিষণ রকম বাজে।
হায়রে কপাল একেই বলে সুখ
বুঝলনা কেউ দুবাই ওয়ালার দুখ
জীবন যৌবন সবই গেল শেষে
খালি হাতেই ফিরে আবার দেশে।
পরকীয়ার টানে গৃহবধূ উধাও রহস্যঘেরা!
উল্লেখ্য, শাবলি আকতারের সঙ্গে রাঙ্গুনিয়ার পূর্ব খিলমোগল গ্রামের নেজাম উদ্দিনের বিয়ে হয়। সাত বছরের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে তাদের। দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহশিক্ষক মো. আবু বক্করের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সন্তানদের ফেলেই গত ১৩ আগস্ট পালিয়ে যান এই গৃহবধূ।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বামীর অনুপস্থিতিই তাকে চরিত্রহীন হতে সাহায্য করেছে
অন্যান্য উপাদান/কারণ আনুষংগিক মাত্র
জীবনের বাস্তবতা নীতিকথায় উপেক্ষা করলে সামাজিক বিপর্যয় অবশ্যম্ভাবী!
এজন্যই স্বামীর দূরে থাকার সময়সীমার ব্যাপারে ইসলামে কঠোরতা আরোপ করা হয়েছে!
আশা করি সবাই সতর্ক হবেন!
আল্লাহতায়ালা হেফাজত করুন
পালিয়ে যায় লজিং মাষ্টরের হাত ধর
মোরাল >>>> বিয়ে করে বিদেশ যাবেন না।
আর সবে কি তুলসী ধোওয়া?
কুয়েত, কাতার, সৌদী, ইরাক
বউ কারোকি যায়নি খোয়া?
কে বলেছে ভাই
এই দেখনা হাসির বদল
কান্না করে যাই
লজিং মাষ্টারি তবে লাভ জনক আছে!!!
একাকীত্ব থেকে পরকীয়ার সৃষ্টি!
অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করেনা! যে কথায় বলুক স্ত্রী খারপ ব্যবহার ছাড়া করেনা......! স্ত্রী একটু ভাল ব্যবহার পেলে তার স্বামীর জন্য....... কত কিছুইনা করে।
কিছু দিতে না পারলেও অন্তত ভালো ব্যবহার দিন।
মন্তব্য করতে লগইন করুন