বি এন পি-আওয়ামীলীগের মিল অমিল

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ আগস্ট, ২০১৪, ০৫:৪৪:৩৩ বিকাল

বন্ধুরা আজ আপনাদেরকে আমাদের দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের কিছু মিল ও অমিল আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়াও যদি আপনাদের দৃষ্টিতে আরো মিল অমিল থাকে তাহলে আপনারা মন্তব্য করে জানাতে পারেন ।

মিল- ১৯৯৬ সালে বি এন পি একদলীয় নির্বাচন করেছে আর ২০১৪ সালে আওয়ামীলীগ একদলীয় নির্বাচন করিলো।

অমিল-বি এন পি নির্বাচন করে মাত্র ৪ মাস সময়ও ক্ষমতায় ঠিকতে পারেনি । অপরদিকে আওয়ামীলীগ ৮ মাস পর্যন্ত ঠিকে আছে এবং আরো অনেকদিন ঠিকে থাকবে বলে আমাদের ধারনা। শক্তির বিচারে আওয়ামীলীগ অনেক এগিয়ে।

মিল- ৯৬'র একদলীয় নির্বাচনের আগে ও পরে আন্দোলন হয়েছে । বি এন পি আন্দোলনকারীদের উপর নির্যাতন করেছে। বর্তমানেও আন্দোলন হচ্ছে (যত সামান্য) আওয়ামীলীগের নির্যাতনও অব্যাহত আছে।

অমিল- বি এন পি আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নি ।বর্তমান সরকার নির্বিচারে গুলি চালাচ্ছে,মানুষ মারছে পাখির মত।

মিল-বি এন পি বিরুধীদলীয় নেতা কর্মীর উপর পুলিশি নির্যাতন করেছে ।বর্তমান আওয়ামীলীগ ও করছে।

অমিল- বি এন পি এভাবে কেন্দ্রীয় নেতাদের থেকে শুরু করে নির্বিচারে নেতা কর্মীদের জেলে ঢুকায় নি ।কথায় কথায় কেন্দ্রীয় নেতাদের জেলের ভয় দেখায় নি। আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতাদের শুধু জেলে ঢুকিয়ে কান্ত হয়নি, রিমান্ডের নামে পংগু করে দিচ্ছে। এক সময়ের বাঘা বাঘা মন্ত্রীদের জেলে নিয়ে নির্যাতন করছে এবং কথায় কথায় জেলের ভয় দেখাচ্ছে। নির্যাতন করে অনেক বি এন পি নেতাকে কিনেও নিচ্ছে।

মিল- বি এন পি ও আওয়ামীলীগ উভয়দলের নেতারাই দূর্ণীতিতে চ্যাম্পিয়ান।

অমিল- বি এন পি'র আমলে ট্রাক ভর্তি টাকা পাওয়া পায়নি কোন মন্ত্রীর যা পাওয়া গিয়েছে আওয়ামীলীগের আমলে। ডেসটিনি, সোনালীব্যাংক, শেয়ারবাজার লোটপাট হয়নি, পদ্মা সেতু কাজ শুরুর আগেই দূর্ণীতির কারনে বন্ধ হয়ে যাওয়া, যা আগে হয় নি।

মিল- বি এন পি ও আওয়ামীলীগ বিরুধীদলের জন্য কোন ছাড় দিতে রাজি নয় ।

অমিল- বি এন পি পুলিশ দিয়ে মিছিল মিটিং এতটাই বাঁধাগ্রস্ত করেনি যা আওয়ামীলীগ করছে। সারাদেশে আওয়ামীলীগ অঘোষিত ১৪৪ ধারা জারি করে রেখেছে । যার কারনে মিছিল বের করার আগেই পুলিশি অভিযান শুরু হয় । অব্যাহত গ্রেফতারি চলে।

মিল- উভয় রাজনৈতিক দলের কিছু নেতা অন্যের কাছে বিক্রি হন ।

অমিল- এক্ষেত্রে বি এন পি অগ্রগামী । যে হারে বি এন পি নেতা কর্মী বিক্রি হন সেই হারে আওয়ামীলীগের হয়না ।

দুটি দলের আকর্ষনীয় দুটি মিল:

উভয় দলই ক্ষমতালিপ্সু ।

উভয় দলের যত ভয় জামায়াত কে নিয়ে ।


বিষয়: রাজনীতি

১৩৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257798
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মিল অমিল পড়েছি। তবে আমার মনে হয় মিল অমিলের মধ্যে সবচেয়ে বড় হলো জল্লাদ বুড়ি আচেঃ আওয়ামীলীগে বিএনপিতে জল্লাদ বুড়ি নেই।
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৬
201805
প্যারিস থেকে আমি লিখেছেন : তাই নাকি !Crying Crying Crying
257802
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
আবু জারীর লিখেছেন : আরো অনেক মিল আছে।
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
201806
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার কাছ থেকে আশা করি।
257806
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
ফেরারী মন লিখেছেন : সবই এক রসুনের কোয়া।
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
201807
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
257830
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : উভয় দলের শীর্ষ নেতা তোষামদী তাই সাঙ্গ পাঙ্গরা লুটেপুটে দেশ ধ্বংস করে৷
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
201808
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
257950
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরোও মিল আছে At Wits' End
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
201809
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার কাছ থেকে আশা করি।
257974
২৫ আগস্ট ২০১৪ সকাল ০৫:১৪
বুড়া মিয়া লিখেছেন : হুম, ভালোই গবেষনা করতেছেন মনে হচ্ছে
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
201810
প্যারিস থেকে আমি লিখেছেন : এই সামান্যতে গবেষনা হয় নাকি !
259230
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১২
203002
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File