ফুটবলে অলরাউন্ডার সাকিব!

লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ আগস্ট, ২০১৪, ০৪:৫৩:৩০ বিকাল



শৃঙ্খলা ভঙ্গ করায় ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ, এই ফাঁকে ‘ফুটবলার’ বনে গেলেন সাকিব আল হাসান। শনিবার রাজধানীর একটি আবাসিক এলাকার মাঠে খেলতে দেখা গেল দেশসেরা এই ক্রিকেটারকে।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর করছে; কিন্তু নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের সঙ্গে নেই টেস্টে বর্তমানে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের ব্যস্ততা না থাকায় তাই ইদানিং নিয়মিতই ফুটবল খেলছেন ক্রিকেটার সাকিব।

শনিবার যেমন রাজধানীর একটি আবাসিক এলাকার মাঠে ফুটবল খেলতে দেখা গেল দেশসেরা এই ক্রিকেটারকে। ওই সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সি ছিল তার গায়ে।

জাতীয় দলের অনুশীলনে ফুটবল খেলার অভ্যাস আছে ক্রিকেটারদের। তাছাড়া ক্রিকেটের পর ফুটবলের ওপরই যে সাকিবের সবচেয়ে বেশি আগ্রহ তা তার টুইটার অ্যাকাউন্টেও উল্লেখ করা আছে।

শৃঙ্খলাভঙ্গের দায়ে গত মাসে সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপর থেকেই ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান।

http://www.somoyerkonthosor.com/news/112798

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257783
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৭
হতভাগা লিখেছেন : সাকিবকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দেখতে চাই অলরাউন্ডার ( গোল কিপার + স্ট্রাইকার) হিসেবে ।
২৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
201570
কথার_খই লিখেছেন : দেখতে চাওয়া খারাপ না কিন্তু যেখানে চেয়েছেন সেখানে সম্ভব না।
257845
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : সে গীলে যোগ দিলেই পারতো!
২৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
201571
কথার_খই লিখেছেন : তাই Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File