একটু সময় দিন আল্লাহর ওয়াস্তে। ওহে মুসলিম একবার জাগো,আর কত ঘুমাবে?

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৪ আগস্ট, ২০১৪, ০৬:১৩:৩১ সন্ধ্যা

সম্মানিত মুসলিম ব্লগার ভাইদের গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষন করছি।একটু মনোযোগ সহকারে বিষয়টি ভাবার পর আপনাদের মূল্যবান সুচিন্তিত মতামত আশা করছি।

আমরা ব্লগে আসি কি জন্য?আপনারা কি বলবেন জানিনা,আমি আসি অজানাকে জানার জন্য।এখানে বিভিন্ন মন মানসিকতার জ্ঞানী-গুনীদের কাছ থেকে কিছু শিখতে।মাশাআল্লাহ সব সিনিয়র ব্লগার ভাইয়ের কাছ থেকেই অনেক অজানা বিষয়ে জেনেছি,এখনও জানছি।

কিন্তু একটা ব্যাপারে খুব শংকিত হচ্ছি,ইদানিং ব্লগে অনেকেই একে অপরের ধর্মবোধে আঘাত দিয়ে লাগাতার পোষ্ট দিয়ে চলছে।

গ্রামের পথে পথে নামক বদমাশের পাতাটি একবার চোখ বুলালেই যে কোন মুসলমানের রক্তে আগুন জ্বলে ওঠার কথা।কিন্তু সেরকম কোন প্রতিক্রিয়া লক্ষ্য করতে না পেরে খুবই হতাশ বোধ করছি।উল্লেখ্য এর আগেও আমি অন্য শিরোনামে একই ধাচের পোষ্ট করেছিলাম,কিন্তু তারপরও দেখছি এই নিকের পোষ্টে ভিউ কমেনি।কেউ কেউ হয়তো কৌতুকবোধেও পড়েছেন।মন্তব্য করেছেন খুবই কম।আমি সহ্য করতে পারিনি অনেক শক্ত কথায় মন্তব্য করেছি।ব্লক করেছি।এই নিকের প্রতিমন্তব্য রিপোর্ট করেছি।কোন ফল হয়নি,দিনদিন যেন বদমাশটা বেড়েই চলছে।এদিকে ব্লগ সম্পাদক মশাইও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।ব্লগের নীতিমালার কথা বেমালুম ভুলে গেছেন।

আপনাদের সকলের নিকট করজোর নিবেদন,সকলেই একে সহ এরকম পোষ্টকারী সকলের পোষ্ট বয়কট করুন।পাশাপাশি যার যার যোগ্যতা অনুযায়ী ব্যবস্হা নিন।

আল্লাহ ও তার রাসূলের অপমানে চুপ থাকা কি ঠিক হবে ভাইয়েরা।

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257808
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
মামুন লিখেছেন : আমি এর বিরুদ্ধে দুটি কমেন্ট করেছিলাম, তার পোষ্টে গিয়ে। এরপর দেখি তার হয়ে আরো একজন আমাকে নসিহত করছে। একেতো আমি ব্লগে একবারে নতুন, তাই গ্রামের পথে পথেকে ব্লক করে দিয়েছি। ওর সেই পোষ্টটি আমি ফেসবুকে শেয়ার করে পরিচিত জনদেরকে লেখার প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু একজনের শুধুমাত্র লাইক পাওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখলাম না। আপনার লেখাটি পড়ে নিজে নিজের কাছে কষ্ট পাচ্ছি শুধু। করতে পারছি না কিছুই। তাই এই লোক এবং এ ধরণের ব্লগারের ব্লগ না পড়ে সিম্পলি আমরা ইগনোর করতে পারি কেবলি। ব্লগ কতৃপক্ষ এ ব্যাপারে কিছু করতে পারে। ধন্য Good Luckবাদ ও শুভেচ্ছা আপনাকে।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
201484
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন।আমীন।~:>
257818
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
মাহফুজ আহমেদ লিখেছেন : নাস্তিকটার উৎপাত দিন দিন বেড়েই চলছে।
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
201485
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ উত্তম কর্মফলদাতা।আপনাকে উত্তম জাযা দান করুন।আমীন।
257828
২৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
আবু সাইফ লিখেছেন : আপনার কষ্টবোধের সাথে সমব্যথী আমরাও! কিন্তু


বাড়িওয়ালা কোন জাতের কয়টা কুকুর-বিড়াল পালবে সেটা তাঁর ব্যাপার! তা কি আপনার আমার কথায় হবে??


যদি ওগুলো মানুষকে কামড়ায়-খামচায় তাতেই বা কী এসে যায়!!


ঐ জাতের ডজন তিনেক নিক আছে, একটায় সমস্যা হলে অন্যটা চালায়- সবই মডুমামাদের পালিত!

সুতরাং....


২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
201563
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে আমাকে সবসময় সতর্ক রেখে ঈমান রক্ষায় তৌফিক দান করুন।আমীন।
257868
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : আমি এ ধরনের দুজনকে ব্লক করেছি।
কেমন যেন নিজেকে অসহায় মনে হচ্ছে, আল্লাহ, রাসূল ও ইসলাম ধর্মের এমন অবমাননা যেন কোন ভা্বেই মেনে নিতে পারছি না, এটা তো মেনে নেওয়ার বিষয় ও নয়, কিন্তু হারামীর বাচ্চাদেরকে পাই কোথায় ?
তাই মডু ভাইদের দৃষ্টি আকর্শন করছি, আপনারা যেই ধর্মেরই হোন না কেন, প্লীজ এধরনের কুরুচিপূর্ণ, ধর্মােদ্রোহী ও বেজন্মাদের ধাক্কা দিয়ে বের করে দিন, যেন আপনাদের ব্লগটি সৃজনশীল, সুন্দর ও সজীবতায় ভরা থাকে।
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
201564
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে আমাকে সবসময় সতর্ক রেখে ঈমান রক্ষায় তৌফিক দান করুন।আমীন।
257877
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
বুড়া মিয়া লিখেছেন : এরা সুযোগ খুজে ইসলাম এর নামে বাজে কথা বলার, কেউ মন্তব্য করলে তাদের সে সুযোগ আরও বেড়ে যায়। ঝেটিয়ে বিদায় করলে (ব্যান করলে) আবারও ছুচোর মতো এরা ভিন্ন নিকে চলে আসে!

তাই এদের পারতপক্ষে এড়িয়ে চলুন, একান্তই না পারলে যুক্তিসঙ্গত কমেন্ট করবেন, কিন্তু বেশী বাড়তে দিবেন না!
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
201565
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে আমাকে সবসময় সতর্ক রেখে ঈমান রক্ষায় তৌফিক দান করুন।আমীন।
257946
২৫ আগস্ট ২০১৪ রাত ০১:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগে সম্পাদক উপস্থিত থাকেনা বেশির ভাগ সময়! ব্লগের তাই এই দশা! নীতিমালার গতিপথ পথ সম্পাদকের পকেটে ঘুমায়।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৪৯
201669
আজিম বিন মামুন লিখেছেন : হুম,আমিও তাই ভাবি,এদের তেলের বোতল কবে খালি হবে,আর কবেই বা জেগে উঠবে!
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File