# তোমার সাথে আরো কিছু কথা ছিল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ আগস্ট, ২০১৪, ১১:৫৮:২৫ সকাল



তোমার সাথে আরো কিছু কথা ছিল

শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।


একটা পাখি উড়ে গেল অন্যটা্ও

একটা পাখি দূরে গেল অন্যটাও

পাখির ঠোটে তৃণ সবুজ ঘাস ছিল

পাখি দুটোর ভীষণ রকম ভাব ছিল।।

তোমার সাথে আরো কিছু কথা ছিল

শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।


কিসের এতা তাড়া তোমার বললেনা

সবাই যখন হাসছিল খুব হাসলেনা

তোমায় তখন অন রকম লাগছিল

তবে কি মন দোটনায় দুল ছিল।।

তোমার সাথে আরো কিছু কথা ছিল

শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।


দুটি ফুল উল্টো দিকে দুলছিল

ভ্রমর এসে গুণগুনিয়ে গাইছিল

পরাগ রেণুর পরশে তার ভয় ছিল

অবশেষে ফুলের মাঝে বীজ এল।

শরৎ এসে কাশবনে দুলছিল

তোমার সাথে আরো কিছু কথা ছিল।

বিষয়: বিবিধ

১৮০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257696
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৯
201600
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
257726
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৮
ফেরারী মন লিখেছেন : তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল। Sad
২৫ আগস্ট ২০১৪ রাত ০৪:০০
201601
বাকপ্রবাস লিখেছেন : দামটা একটু বাড়া ছিল
তার সাথে ঢঙ ছিল
তাইতো সে কেমন কেমন করছিল
257727
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫২
বুড়া মিয়া লিখেছেন : একটা গান শুনেছিলাম মনে হয় এরকম –

কথা নয় মুখে মুখে ....
কথা হবে মনে মনে ....
২৫ আগস্ট ২০১৪ রাত ০৪:০০
201602
বাকপ্রবাস লিখেছেন : বুড়া মিয়া এই বয়েসে এইটা কিতা হয় Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ লইবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File