# তোমার সাথে আরো কিছু কথা ছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ আগস্ট, ২০১৪, ১১:৫৮:২৫ সকাল
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
একটা পাখি উড়ে গেল অন্যটা্ও
একটা পাখি দূরে গেল অন্যটাও
পাখির ঠোটে তৃণ সবুজ ঘাস ছিল
পাখি দুটোর ভীষণ রকম ভাব ছিল।।
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
কিসের এতা তাড়া তোমার বললেনা
সবাই যখন হাসছিল খুব হাসলেনা
তোমায় তখন অন রকম লাগছিল
তবে কি মন দোটনায় দুল ছিল।।
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
দুটি ফুল উল্টো দিকে দুলছিল
ভ্রমর এসে গুণগুনিয়ে গাইছিল
পরাগ রেণুর পরশে তার ভয় ছিল
অবশেষে ফুলের মাঝে বীজ এল।
শরৎ এসে কাশবনে দুলছিল
তোমার সাথে আরো কিছু কথা ছিল।
বিষয়: বিবিধ
১৮০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
তার সাথে ঢঙ ছিল
তাইতো সে কেমন কেমন করছিল
কথা নয় মুখে মুখে ....
কথা হবে মনে মনে ....
মন্তব্য করতে লগইন করুন