ওহে মানবকূল তোমরা করিয়াছ ভুল, রাখোনাই যারা দাড়ি- রাখিয়াছো চুল।

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৪ আগস্ট, ২০১৪, ১২:১৩:২৬ দুপুর

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি।

আজকাল নব্য যুবকদের মধ্যে প্রথা হয়ে গিয়েছে যে,তারা পুরুষ হওয়া স্বত্তেও দাড়ি রাখেনা।ইহা অত্যন্ত জঘন্য পাপ।দাড়ি না রাখার কারনে নিম্নোক্ত অনেকগুলি পাপ একত্র হয়।

(১)হযরত মুহাম্মাদ মুস্তাফা (সাঃ)হতে শুরু করে যত নবী,ওলী আউলিয়া গত হয়েছেন,তাদের সকলের-ই দাড়ি ছিল।দাড়ি না রাখলে সেই আদি সুন্নত(নবীদের আদর্শ)তরক হয়ে যায়।

(২)স্বয়ং হুজুরে পাক রাসুলুল্লাহ (সাঃ) ফরমায়েছেন:

“তোমরা দাড়ি লম্বা করে রাখ এবং মোচকে খাট কর”

যে প্রাণপ্রিয় রাসূলের শাফায়াত ছাড়া কারও জান্নাতে যাওয়ার সাধ্য নাই,তাঁর আদর্শের উপর ছুরি কাঁচি চালালে তাঁর মনে ব্যাথা লাগে না কি?রাসুলের(সাঃ)দিলে ব্যাথা দিয়ে আমরা তার শাফায়াতের আশা করতে পারি কী?চিন্তা করুন,আমাদের রাসূলে পাক (সাঃ) আমাদেরকে জগতের শ্রেষ্ঠ জাতিরূপে গঠন করে রেখে গেছেন ।তাঁর সেই আদর্শ ছেড়ে হীনমন্যতার পরিচয় দিয়ে অন্য জাতির আদর্শ গ্রহন করলে আমাদের ইহ-পরকাল ভাল হওয়ার আশা করা যায় কী?

মনে রাখতে হবে,একদিন তাঁর দরবারে ফিরতে হবে আমাদের সবাই কে।

রেফারেন্স:বেহেশতী জেওর।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257705
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৮
কাহাফ লিখেছেন : দাড়ি নিয়ে নেতিবাচক ভূমিকা পাপ........
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৫
201693
আজিম বিন মামুন লিখেছেন : আপনি তো মহাভাগ্যবান।দুনিয়ার স্বর্গ দেখার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক।জান্নাতি মানুষ হয়েই দেশে ফিরবেন এই দোয়া করি।হুজুরে পাক(সাঃ)এর খেদমতে যখন যাবেন,দয়া করে অধমের সালাম পৌছাইবেন।আল্লাহ আপনার মঙ্গল করুন।
257715
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৩
বুড়া মিয়া লিখেছেন : দাড়ি রেখে রাজাকার অপবাদ শুনেছিলাম বউ এর কাছ থেকে ...
আর অনেকে এসে বলতো জঙ্গী হয়ে গেছি কি-না ...

এখন আর তেমন গায়ে লাগে না এসব, ভালোই অনুভব দাড়িতে!
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৬
201684
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন,নিন্দুকের প্রতিটি কথা সহ্য করার বদলা হিসেবে।
257735
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
মাহফুজ আহমেদ লিখেছেন : দাড়ি রেখে আমিও প্রথ প্রথম এমন অনেক অপবাদ পেয়েছি।অবশ্য আমার স্ত্রী আমাকে সবসময় সাপোর্ট করত।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৭
201688
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে এর উত্তম বদলা দান করুন।
257742
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৫
মামুন লিখেছেন : আল্লাহ পাক আমাকে দাঁড়ি রাখার তৌফিক দান করুন। আমি পারছি না, কিন্তু আমি এটা যে খুবই জরুরী সেটা মানছি। কথাটা কেমন স্ববিরোধী হয়ে গেলো। আপনার লেখা খুবই যুগোপযোগী এবং চমৎকার হয়েছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। Rose Rose Good Luck
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৩
201681
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ পাক যেন শীঘ্রই আপনাকে সে তৌফিক দেন,এজন্য আমি বিশেষ ভাবে আপনার জন্য দোআ করব।একটা ব্যাপার লক্ষ্য করুন,এই পোষ্টে মন্তব্য একেবারেই কম,কারন নিজের অপারগতা স্বীকার না করা।
তবে আপনার ব্যাপারে আশাবাদী ছিলাম,আপনি সত্যকে ভয় পাবেন না।আপনার মত মানুষ ফিরে এসে ইসলামের পক্ষে লেখনীর হাল ধরলে অভাবনীয় সাফল্য পাব আশা করা যায়।আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫১
201730
মাহফুজ আহমেদ লিখেছেন : ভাবী কি মানা করছে ভাই?
258036
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩২
কাহাফ লিখেছেন : মহান আল্লাহ সবাই বাইতুল্লাহ শরীফ ও রওজায়ে মুবারক যিয়ারতের তাওফিক দান করুন, আমিন।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৪
201711
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ তৌফিক দান করন।আমীন।সুম্মা আমন।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৪
201712
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ তৌফিক দান করন।আমীন।সুম্মা আমন।
258142
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০০
মামুন লিখেছেন : ধন্যবাদ আজিম বিন মামুন ভাই। ইনশা আল্লাহ , তাই-ই যেন হয়। শুভেচ্ছা রইলো Rose

অনেকটা সেরকমই বলতে পারেন ভাই মাহফুজ আহমেদ । তবে মন লাইনে আনার মেহনত চলছে, দোয়ার দরখাস্ত রইলো ভাই @ মাহফুজ আহমেদ। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File