গ্রাম গঞ্জের পথে ঘাটের সেই তিনি এখন নুতন রুপে সেলিম জাহাঙ্গীরের পানের দোকানে.......

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৪ আগস্ট, ২০১৪, ১১:৫১:২৬ সকাল

নতুন বোতলে পুরানা মদ!!!! তিনি শুরুতেই ধরা খাইয়াছেন।

কুন এক কবি কইছিল চালাকের পাছায় নাকি লাল থাকে। এই পোষ্ট খানা আছিল পান দোকানের মালিক সেলিম জাহাঙ্গিরের। লেকিন সকল মন্তব্য গুলা আইল তাসলিমা নাসরীনের বান্ধবী 'গ্রামের পথে পতের' সেই তিনির। ঐ যে বল্লাম চোরে চুরি করিতে গেলে কিছু প্রমান রাইখা যায়, পাছায় লাল লেগে যায়। তিনিও ধরা খাইয়াছেন।

তিনি ভুল করিয়া পুরানা নামে, গ্রাম গঞ্জের পতে পথে, লগ আউট না হইয়া, সেলিম জাহাঙ্গিরে লগ ইন আছে মনে করিয়া একটার পর একটার উত্তর দিয়াছইন।

তিনি মানসিক প্রস্তুতি নিয়া রাইখাছিলেন। উত্তর তো দেলেনই আবার মন্তব্য যুতসই হইনি মনে কইরা আবারো নয়া মন্তব্য যোগ করিছেন।

তিনি ইদানিং কুন মন্তব্য পায় না। তাই দীর্ঘ দিনের হতাশা ঝাড়িয়া, নতুন নামে লইয়া, নতুন শাড়ি-চুড়ি গায়ে দিয়া, নতুন মেকআপ লাগাইয়া, খদ্দেরর আশায় সেলিম জাহাঙ্গীরের পান দোকানের পাশে দাড়াইয়াছেন।

এই পোষ্টে যাইয়া দেইখা লন

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257676
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৭
আজিম বিন মামুন লিখেছেন : আমার সন্দেহ তাহলে মিথ্যা নয়।
লেখক ভাই সহ সকল মুসলমান ব্লগারদের প্রতি আকূল আবেদন,এরকম বেজন্মা কয়েকটা ব্লগারকে ব্লক করুন সবাই।এদের মন্তব্য রিপোর্ট করুন।এবং এদের লেখা পড়বেন না।এদের সম্পর্কে সবাইকে সতর্ক করতে নিজ নিজ ভূমিকা পালন করুন।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৪
201341
বেআক্কেল লিখেছেন : এরা ব্লগ লিখে নরম ভাষায়, কেউ মন্তব্য করিলে গরম ভাষার কতা কয়।
257684
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৭
মাহফুজ আহমেদ লিখেছেন : ঠিক বলছেন।আমার কাছে সেটাই মনে হল।পোস্টকারীর কোন উত্তর নাই সব উত্তর দিচ্ছে গ্রামের পথে পথে!!হা হা…
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৯
201345
বেআক্কেল লিখেছেন : গ্রামের পতে পথের দুর্দিন চলছে। তিনি বেতন ভুক্ত কর্মচারী। তাকে লিখতেই হই, না লিখিলে বেতন বন্ধ।
257693
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : হাহাহা, নগদে কট! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Bee Bee Cheer Cheer Cook Cook Give Up Give Up Hot Hot Hot Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০০
201346
বেআক্কেল লিখেছেন : শুরুতে গলদ ধরা পড়িল, ব্যবসা ক্ষতিগ্রস্ত
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩২
201355
আহ জীবন লিখেছেন : @ প্রেসিডেন্ট ভাই আপনাদের স্মরণ থাকা উচিৎ ছিল।
257694
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৯
আবু সাইফ লিখেছেন : ধরা পড়েছে ..... Happy] Happy]

আগে ধোলাই Time Out Time Out Time Out Time Out

Happy) Happy) Happy) Happy) Happy)

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০০
201347
বেআক্কেল লিখেছেন : শুরুতেই কট বিহাইন্ড,
257701
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৮
আহ জীবন লিখেছেন : আপনার চোখ আছে বটে। সন্ধেহ করেছিলাম সে ভালর ছদ্মবেশে ভয়ঙ্কর কাল সাপ। প্রমান ছিল না। এখন বুঝলাম খোলস পাল্টানো জাত সাপ সে। আবার খোলস পালটাবে।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৯
201348
বেআক্কেল লিখেছেন : তিনি ধরা খাইয়া নতুন একখান পোষ্টাইছেন।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
201848
আহ জীবন লিখেছেন : সে এবং কেমানিক একই রকম।
257704
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : দারুওওওওওওওওওন ভালো লাগল । হাহাহাহাহা খুশিতে কিক মার এড্য শুনতে ইচ্ছে করাতাছেএএএএএএ.। Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Bee Bee Bee Bee Bee Cheer Cheer Cheer Cheer Unlucky Unlucky Unlucky Unlucky Thumbs Up Thumbs Up m/ m/
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৮
201352
বেআক্কেল লিখেছেন : আমিও আমনের খুশীতে তিন ঠ্যাঙ্গে লাফাইতেছি।
257706
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
কাহাফ লিখেছেন : Applause Applause Applause Applause Applause Applause Applause Applause
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৮
201353
বেআক্কেল লিখেছেন : বাদ, বাদ, ধন্যবাদ।
257718
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
বুড়া মিয়া লিখেছেন : গরু কিন্তু এখন ঘাস খাওয়া বাদ দিয়ে বকরীর মতো পাতা খাওয়া শুরু করিয়াছে; গরুর রাখাল কে তা উদ্ধার না করিতে পারিলেও বোঝা গিয়াছে যে রাখাল বহুবিধ পাতা আনিয়া দিয়েছে জাবর কাটিবার জন্য – তাই এখন কালা মানিক গরুকে ‘পাতা বাহার’ খাচিতে পাতা চিবুতে দেখা যায়!

অনেকদিন পরে বেআক্কেল-কে দেখিয়া ভালোই লাগিয়াছে আমার!
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৩
201361
বেআক্কেল লিখেছেন : ভালা কতা কইছেন! কালা মানিক একন কুনায় গেল? হেরে তো হ্যারিক্যান বাত্তি জ্বালাইয়া ও পাইয়া যাইতাছে না। খবর থাকিলে জানাইবেন আর পোষ্ট দিলে আমারে দাওয়াত দিবেন।
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৮
201369
বুড়া মিয়া লিখেছেন : আরে ঐটাই তো কইলাম, মগায় এখন ‘পাতা বাহার’ নিক নিয়া আসিয়াছে!
257850
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : আল্লাহ বে আক্কল ভাইটারে আর একটু বাড়াইয়া দিক৷
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
201674
বেআক্কেল লিখেছেন : দূর মিয়া বাড়ানোর দোয়া কইল্লেন কি বাড়াইতে হইবে সেইটা তো বইল্লেন না।
চানডার তেলের দোকানে গেলে এক জিনিষ বাড়ে,
টাকের দোকানে গেলে আরেক জিনিষ বাড়ে,

ক্লিয়ার না করিয়া মন্তব্য কইরেন না।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৯:০৫
201864
শেখের পোলা লিখেছেন : আক্কেল কইলে কেমন জানি মেলেনা, তাই ভয়ে ভয়ে বে আক্কেলেই টিক মারলাম৷
১০
257923
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:২৪
মাহফুজ আহমেদ লিখেছেন : Day Dreaming Rolling on the Floorধরা খাইছে!!
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
201675
বেআক্কেল লিখেছেন : খাইবেই তো
১১
258090
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩২
সামিমি লিখেছেন : ধরা খাইছে টাও আবার বেআক্কেল এর ণিকট।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
201775
বেআক্কেল লিখেছেন : বুঝেন তো ব্যাপার খানাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২
258103
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৯
ইমরান ভাই লিখেছেন : সেলিমের দোকানে এখন.... Big Grin Big Grin হেতেরে আক্কেল দেননা ক্যারে...বেক্কল ভাই Big Grin Big Grin
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
201801
বেআক্কেল লিখেছেন : কই হেতেরে তো হ্যরিক্যান বাত্তি লাগাইয়াও দেকবার পারছি না।
১৩
258133
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৬
আহমদ মুসা লিখেছেন : বিবিয়ানা, স্বাধীনতা, ভিকটোরিয়া, যমুনার চরে, গ্রামের পথে পথে ইত্যাদি নিকগুলো আমার মনে হয় একই ব্যক্তির।
সেলিম জাহাঙ্গীর একজন খ্রীস্টান। তার নাম দেখে অনেকেই তাকে মুসলিম ভেবে এবং তার লিখিত ব্লগগুলোতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে প্রসঙ্গ টানার কারণে ইসলাম সম্পর্কে জানাশুনা মানুষ করে করে ভুল করে। তার লিখিত প্রত্যেকটি ব্লগেই সুকৌশলে ইসলাম ও মুসলমানদের বিকৃত সমালোচনা করা হয়েছে। ইতিহাস বিকৃত তো আছেই। কোরআন সুন্নাহর বিভিন্ন রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও সে আজাইরা সূত্র উল্লেখ করে পাঠককে বিভ্রান্ত করার আশ্রয় নেয়।
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
201823
বেআক্কেল লিখেছেন : সঠিক জায়গার হাত দিছেন।
১৪
258157
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফুয়াদ পাশা নাকি ফুয়ানা বেইশ্যা নামের আরেক্কান আবালের দেখা পাওন যায়। হেতে গিরামের পথে ঘটে নাকি নালা নর্দমায় কি যেন নাম খাচ্চরডার ব্লগের মন্তব্যের উত্তরে মাঝে মধ্যে উকি ঝুকি মারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File