শহীদের মিছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুলাই, ২০১৪, ১০:১৩:২৯ রাত
বোমার আঘাতে ঘুমিয়ে পড়েছে নিষ্পাপ শিশুগুলো
ফুটবেনা আর ফুল বাগানে,
বিবেক বন্ধকে ঘুমিয়ে পড়েছে নিষ্প্রাণ ইমাণগুলো
ভাষা নেই তাই জবানে।
জ্বলছে গাজা পুড়ছে গাজা ভাসছে গাজা রক্ত লাল
মা বোনেদের চোখের জ্বল,
যাচ্ছে লড়ে শুণ্য হাতে ইন্তেফাদার সেনার দল
জাগবে কবে মুসলমান বল!
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন