শত শত মুসলমান শহিদ হচ্ছে,বোমার আঘাতে বাচ্চার শরীরের বিভিন্ন অঙ্গ উড়ে যাচ্ছে
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১১ জুলাই, ২০১৪, ১০:২০:০৫ রাত
আজ কয়েকদিন ধরে জারজরাষ্ট ইসরাইল মুসলমানদের উপর অনবরত আক্রমণ চালাচ্ছে।শত শত মুসলমান শহিদ হচ্ছে,বোমার আঘাতে বাচ্চার শরীরের বিভিন্ন অঙ্গ উড়ে যাচ্ছে, মুসলিম নারীদের ধরে ধরে তার শ্লীলতাহানি করছে.... আর আমরা নির্বাক চোখে দেখছি । শুধু শুনে শুনে যাচ্ছি,কমেণ্টএ আল্লাহ রক্ষা করো লিখেই আমরা নিজেকে গুটিয়ে নিচ্ছি.... অনেকে ভেবেও নিয়েছি যে,আমাদের আর কী করার আছে! না,ভাই... আমাদের অনেক কিছুই করার আছে। আমরা অনেক কিছুই করতে পারি। সামান্য একটু ইচ্ছাশক্তিই আমাদের অনেক কাজে দিতে পারে। আমরা সবাই যদি একটু একটু করে ইচ্ছা করি তাহলে দেখা যাবে এটা অনেক বড় আকার ধারণ করেছে। তারপর আল্লাহর রহমতে হতে পারে আমরাই সবচেয়ে বড় সাহায্য করেছি। কাজটা কী জানেন.... ????? আমরা সবাই আজ থেকে পণ করি যে আমরা পেপসি ,কোকাকোলা কম্পানি সহ আরও যত ইসরাইলি কম্পানি আছে তাদের পণ্য কিছুতেই ক্রয় করব না। কারণ এই কম্পানিগুলি তাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখে। তাদের প্রায় সবটাকাই যায় ইসরাইলের কোষাগারে। যা দিয়ে তারা অস্ত্র কিনে ও বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। আমরা কী পারি না ভাই এই সামান্য ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে। আমাদের এতটুকু ইচ্ছা শক্তিই পারে আমাদের মুসলমান ভাইদেরকে হয়ত বিজয়ও এনে দিতে পারে। শত্রুদলের শক্তির উৎসকে ভেঙ্গে দিতে ও মুসলমান ভাইদের বাঁচাতে আমাদের এই ইচ্ছাটা খুবই দরকার... দয়া করে এগিয়ে আসুন।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন