জাপান সম্পর্কিত কিছু অবাক করা তথ্য - (পড়ুন আশাকরি ভাল লাগবে)
লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১১ জুলাই, ২০১৪, ০৯:৪২:৪২ রাত
১. জাপানের স্কুল স্টুডেন্টরা প্রতিদিন তাদের টিচারদের সাথে ১৫ মিনিট তাদের স্কুল পরিষ্কার করে। যা তাদের একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
২. জাপানে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলে, তারা ৫০০০-৮০০০ ডলার মাসিক বেতন পায়।
৩. জাপানের কোন প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর শত শত ভূমিকম্প হয় তবু তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
৪.হিরোশিমায় বোম মারার মাত্র ১০ বছরে হিরোশিমা তার আগের জায়গায় ফিরে আসে।
৫. জাপানে রেস্টুরেন্ট ও ট্রেইন এ মোবাইল ফোন ইউজ করা নিষেধ।
৬. জাপানে শিক্ষাজীবনের প্রথম ৬ বছর শেখানো হয় নৈতিকতা ও কিভাবে মানুষের সাথে চলতে হবে।
৭. বিশ্বের একটি ধনি দেশ হয়ে ও তাদের কোন কাজের মানুষ রাখেনা। সকল কাজের দায়িত্ব মা, বাবা করতে হয়।
৮. জাপানে শিক্ষাজীবনের প্রথম ৩ বছর কোন পরীক্ষা হয়না। কারন তারা মনে করে লেখাপড়া চরীত্র গঠনের জন্য, পরীক্ষা নেয়ার জন্য না।
৯. জাপানে আপনি কোন রেস্টুরেন্টে গেলে দেখবেন কোন খাবার অপচয় হচ্ছেনা। মানুষ যার যতটুকু দরকার এর বেশি নেয়না।
১০. জাপানের ট্রেইন দেরি করে আসার গড় সময় বছরে ৭ সেকেন্ড !!!!!. তারা প্রতিটা সেকেন্ডের হিসেব করে চলে।
১১. জাপানে স্টুডেন্টদের খাওয়ার জন্য আধ ঘন্টা বিরতি দেয়া হয় সঠিক হজমের জন্য। কারন তারা স্টুডেন্টদের জাতির ভবিষ্যত মনে করে।
বিষয়: বিবিধ
২১১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষমেশ ফ্যাটম্যান ও লিটলবয়ের শরণাপন্ন হতে হল ।
পরাজিত জাপানবাসী তখনকার সম্রাট হিরোহিতোর কাছে এসে বলেছিল , '' রাজা , আমরা পরাজিত জাতি । আমরা কি এখন সবাই আত্মহত্যা করবো ?''
সম্রাট বললেন ,'' তারা আমাদের যুদ্ধে হারিয়েছে সত্য , কিন্তু আমরা তাদের অর্থনীতিতে হারাবো।''
এজন্যই তো তারা জাপান । তারাও মানুষ আর আমরা বাংলাদেশীরাও মানুষ । পরাজিত জাতি হয়ে তারা আজ কোথায় আর বিজয়ী হয়ে আমরা আজ কোথায় ?
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্টের জন্য।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্টের জন্য।
সুন্দর পোস্ট। ভাল লাগলো
মন্তব্য করতে লগইন করুন