কোথায় আজ মানবাধিকার সংগঠনগুলো?

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১৩ জুলাই, ২০১৪, ১০:৩৬:০৫ রাত

মানবাধিকার আজ চরম বিপর্যয়ে। নিরিহ মানুষগুলোর উপর চলছে গণহত্যা। আমরা নিশ্চুপ কেন? নিশ্চুপ কেন আজ মানবাধিকার সংগঠন গুলো?

নিশ্চুপ প্রহর কেন পার করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পবত্রি রমজান মাসে ফিলিস্তিনির গাজা শহরে বয়ে চলেছে রক্ত বন্যা। ইসরাইলি বাহিনী দ্বারা পবত্রি রমজান মাসে চলছে বোমা আর গুলিবর্ষন। নিরিহ নিরস্ত্র গাজা বাসির উপর চালানো হচ্ছে গণহত্যা।

আমরা বাংলাদেশীরা প্রতিবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি তীব্র নিন্দা।

পবিত্র রমজান মাসে নারকিয় এই হত্যাকান্ড কোন ভাবেই সমর্থন করা যায়না। কোন ভাবেই মেনে নেয়া যায়না মানবাধিকারের এমন চরম লঙ্ঘন কে। আমাদের কন্ঠে তাই আজ প্রতিবাদ উঠতে হবে। আমাদের হতে হবে সচ্চার। আমরা এই জঘন্য বর্বরচতি হত্যকান্ড কে ধিক্কার জনাই। আমরা সরব হয়ে উঠি নিজেদের অবস্থান থেকে। আমরা প্রতিবাদে জানাই যার যার জায়গা থেকে। প্রতিধ্বনি তুলি মানবাধিকারের পক্ষে।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244484
১৪ জুলাই ২০১৪ রাত ০২:০৬
সন্ধাতারা লিখেছেন : They can not hear anything because they do not have any sense. Jajakalla khairan
244509
১৪ জুলাই ২০১৪ রাত ০৪:২৮
আবু সাইফ লিখেছেন : আল্লাহতায়ালার কাছে শুধুমাত্র মুমিনরাই
"মানুষ",
বাকিরা "জানোয়ার- বরং তার চেয়েও অধম"!

তাই "মানুষ"এর জন্য "জানোয়ার"দের আচরণে বিস্মিত হওয়ার কিছু নেই!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File