সরকারের সঠিক সিদ্ধান্ত!!

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ২২ জুন, ২০১৪, ১১:৫৮:১৯ রাত

আমি রাজনৈতিক ব্যাপারে তেমন মাথা ঘামাই না। আর মাথা ঘামিয়েই বা কি লাভ? আমাদের দেশের রাজনীতি কেমন তা হয়তো কারও অজানা নেই সবাই কম বেশি জানি।

যাক কথা বাড়িয়ে লাভ নেই যে কারনে আজ লিখতে বসলাম সেটাই লিখি....

আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারন আজ টিভিতে একটি নিউজ দেখলাম যে কথাটি সম্ভবত এমন হবে -

যাবজ্জীবন দন্ডের বিধান রেখে বিষাক্ত ফরমালিনের বিরুদ্ধে আইন পাশ করতে যাচ্ছে সরকার।

আর ধন্যবাদ কি কারনে দিলাম এটাও হয়তো বলতে হবেনা কেননা আমাদের দেশে এখন শাকসবজি, মাছ, মাংস, ফল ইত্যাদিতে বিষাক্ত ফরমালিন দেওয়ার কারনে আমাদের এইসব খাওয়া দুস্কর হয়ে পরছে।

কোন মৌসুমি ফল খাইনা শুধু ফরমালিনের কারনে যাকে এককথায় বিষ বলা যায়। তবে যেনে শুনেও অনেকে ফরমালিন নামক বিষযুক্ত খাবার খাই। যা আমাদের দিনে দিনে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে।

তাই এই ধরনের আইন প্রয়োগ করা অতি জরুরী একটি বিষয় ছিল যা বর্তমান সরকার বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে।

তবে আরো ভাল লাগতো যদি কখনো কোন নিউজে শুনতে পেতাম যাবজ্জীবন এর বিধান রেখে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইন পাশ করতে যাচ্ছে সরকার। তখন হয়তো বলতে পারতাম যাক বর্তমান সরকার আর কিছু করুক বা না করুক ২ টা কাজ বর্তমান সরকার খুব ভাল করেছে। কেননা ফরমালিন আর মাদকদ্রব্য এই দুটোই দেশ ও জাতির জন্য অভিশাপ।

তবে আমি আশাবাদী হয়তো কোন একদিন নিউজ চ্যানেলে এই খবরটাও দেখতে পাব।

একটি দেশ যতই উন্নত হোক কিন্তু কিছু কিছু অভিশাপ আছে যা ঠিকমতো সেই উন্নতকে উপভোগ করতে দেয় না। তাই দেশের উন্নয়নের আগে দেশের অভিশাপ গুলো মুছে ফেলা বেশি প্রয়োজন।

তাই আসুন সরকারের পাশাপাশি আমরাও সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং এই অভিশাপ মুছে ফেলি!!!

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File