ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ নিয়ে আমাদের তিন নেতার মন্তব্য!! :P
লিখেছেন লিখেছেন শার্লক হোমস ০৩ জুলাই, ২০১৪, ০১:০১:১৫ রাত
শেখ_হাসিনাঃ
আমি ব্রাজিল সাপোর্ট করি,তাই
ব্রাজিলই এবার বিশ্বকাপ
জিতবে…
খালেদা_জিয়াঃ
আমি ব্রাজিল সাপোর্ট করি
বলেই শেখ হাসিনা ব্রাজিল
সাপোর্ট করেন। আমার সবকিছুতে
নাক গলানো উনার
মুদ্রা দোষে পরিনত হয়েছে।
হুসাইন_মুহাম্মদ
এরশাদঃ আমি জন্ম
থেকেই ব্রাজিল
সাপোর্টার।
.
.
.
যদি ব্রাজিল হারে তখন..........
শেখ_হাসিনাঃ
আমি আগেই জানতাম ব্রাজিল
হারবে। যেখানে খালেদা আছে,
সেখানে জয় আসবে কি করে?
সব দোষ খালেদার।
খালেদা_জিয়াঃ যেখানে অবৈধ
সরকারের
সাপোর্ট আছে,
সেখানে ব্রাজিল না হেরে কি
কাপ জিতবে?
হুসাইন_মুহাম্ম দ
_এরশাদঃ আমি কোন দিনও
ব্রাজিল
সাপোর্ট করতাম না। আমি মূলত
হন্ডুরাসের সাপোর্টার।
শেখ হাসিনা আমার উপর চাপ
সৃষ্টি করায় আমি ব্রাজিল
সাপোর্ট করি বলেছিলাম।
বিঃদ্রঃ ইহা একটি কৌতুক দয়াকরে কেউ মাইন্ড করবেন না!
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন