যে লাউ সেই কধু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মে, ২০১৪, ১২:৩৫:৫৫ দুপুর
সারাটা দিন অপিস করে ঘুরছে মাথা রাত্তিরে
গাধার মতো খেটেই গেলাম জিবনটা খুব ধাত্তিরে।
বউ বেজার জানতো যদি বরটা তার কেরানি
ভুলেও কি হতো আর টানা টানির ঘরনি।।
সাত জন্মের কপাল তোমার এমন একটা বউ পেলে
অন্য কেউ হতো যদি সোহাগ রাতেই যেত চলে।
টুইন ওয়ান চলতে থাকে চেনা গানের মধুর সুর
বউ আমার গাইতে জানে কন্ঠ যে তার সুমধুর।।
এমন করেই চলছিল টক ঠকা টক জীবনটা
হঠাৎ করেই ভেসে এলো ওয়া সুরে কান্নাটা।
উলু উলু লুতু পুতু উলে আমার আদুরি
মায়ের কোলে মা এল চাঁদ কিরন সুন্দরি।।
ভেবে ছিলাম সংগী পেলাম বলবে কন্যা আব্বুরে
আম্মুটা যে পঁচা ভীষন আব্বু কত্ত ভাল্লরে।
দুদিন যেতেই বোল ফোটে মা'ঝিযে এক জোট
যে লাউ সেই কধু ডিম পারেনা কুক্কুট।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বউ-বেটির দেয় যাতনা
বাকপ্রকাশে কয় আরনা
মা-মেয়ে যা চাইবে দেবো
হুঁ-স্বামী আর হ্যাঁ-বাবা হবো।
উম্মামমামা মামণি
তুমিও তো নারী জাতি
বাপদের কষ্ট কেমনে বুঝবি?
দুনিয়ার সব কষ্ট করে, হাসি ফুটায় কন্যা স্ত্রীর।
সংসারী বউ
আর পাবেনা বাবা ভোট।
সবাই এমন বউদের প্রসংশাতে মাতছেন। আপনি তবু শেষে দুঃখের কথাও লিখেছেন। বাহার ভাই তো....
মন্তব্য করতে লগইন করুন