আজ আমার মন ভালো নেই
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৯ মে, ২০১৪, ১২:৩০:০২ দুপুর
দেশ এখন জলন্ত কড়াই। চারিদিকে আগুনের লেলিহান শিখা। হত্যা গুম খুন যেন নিত্যদিনের রুটিন ওয়ার্ক। যিনি একবার ধরা পড়েন আইন শৃংখলা বাহিনীর হাতে তিনিই বন্দুক যুদ্ধের শিকার হন।
আর কতো দিন চলবে এভাবে????
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপরাধীরা সব করছে বড়াই
যে যা পারছে করছে ধানাই
সাধারন পিষছে কোথায় পালাই।
.
চারদিকে আগুনের লেলিহান শিখা
জ্বলে-পুড়ে জীবনটা কষ্ট দিয়ে মাখা
কোথায় গেলে পাবো শান্তির দেখা?
ভাগ্যে কি তায় দূর্ভাগ্যই আছে লেখা?
.
গুম-খুন যেন নিত্যদিনের রুটিন
চারদিকে শুনি চাপা কান্না বীণ
বাঁচার অধিকারটা কি এতটা ক্ষীণ?
প্লিজ,স্বাভাবিক মুত্যুর গ্যারান্টি দিন।
মন্তব্য করতে লগইন করুন