ইসলামের নামে বানোয়াট কাহিনী(পর্ব০২)..
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৯ মে, ২০১৪, ১২:৪৫:০৮ দুপুর
বেলাল(রাঃ) বিয়ে সংক্রান্ত ১টা গল্প আছে।
১বার নাকি নবি(সঃ) বলেছেন" বেলাল(রাঃ) ১ দিন বাঁচবে। তখন বেলাল(রাঃ) বিয়ে করেন নি। ১টা সুন্নত পালন করা ছাড়া বেলাল(রাঃ) মারা যেতে চান না। কিন্তু কে ১ দিন হায়াতের মানুষকে বিয়ে করবে????? ১ সতি কন্যা বলল আমি করবো।দেখি আজরাইল(আঃ) কিভাবে আমার স্বামীর প্রান নেয়????? সতি নারির কখন পতি মরে না।তো বিয়ে হয়ে গেলো। বেলাল(রাঃ) শেষ রাত উনি ঘুমিয়ে পড়েছেন আর সতি কন্যা জেগে আছে। এমন সময় ১ ফকির হাঁক দিলো "মা কিছু খেতে দাও, ৭ দিন কিছু খাইনি।"
সতি কন্যা তাকে ২ খানা রুটি দিলো। এমন সময় আজরাইল(আঃ) বলল "ফকির সরে বস।বেলাল(রাঃ) জান কবজ করবো"।
তখন ফকির বলল "আমাকে আজ সাত দিন পরে যে খেতে দিলো তুমি তার স্বামীকে মেরে তার সর্বনাশ করতে এসেছ "???? ফকির সেজদায় পড়ে গেলো আর আল্লাহর কাছে বলল" হে আল্লাহ্ তোমার এই বান্দাকে যে বান্দি ৭ দিন পরে খাবার দিয়েছে তুমি তার স্বামীর হায়াত বাড়িয়ে দাও"।প্রথমে ৭ দিন তারপর ফকিরের দোয়াতে ৭ বছর এবং শেষে ৭০ বছর বাড়ানো হল।
****গল্পটা শুনে আপনার কি মনে হল????? দরজা থেকে সরে না বসলে নাকি আজরাইল ডুকতে পারেনা। কি আজব কথা????
**** "সতি নারির কখন পতি মরে না" এই মহান কথা কোন পাগলে বলছে???? আজ পর্যন্ত যত সতি নারি পৃথিবীতে ছিলো সবার পতি মারা গেছে। উদাহারন,মহানবি(সঃ) মায়ের,আয়শা(রাঃ)সহ সব সতি নারিরেই কিন্তু পতি মারা গেছে।
*** "আসলে সতি নারির কখন পতি মরে না" এই কথাটি হিন্দু শাস্রের।আর উপরের ঘটনাটি কিন্তু হিন্দু ধর্ম থেকে নেওয়া। হিন্দু ধর্মে এটা হচ্ছে" সাবিত্রী সত্যবানের কাহিনি বা পুঁথি । সাবিত্রী বুদ্ধির খেলায় যমরাজকে হারিয়ে তার স্বামীর আয়ু ১০০ বছর বাড়িয়ে নিয়েছিলো।
কিন্তু হিন্দু ধর্মের এই কাহিনি কিভাবে ইসলামের কাহিনি হয়ে গেলো????? কেউ কি ইচ্ছে করে ঢুকিয়েছে নাকি অন্যকিছু????????
বিষয়: বিবিধ
২২৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মিথ্যা কাহিনিগুলির প্রতিরোধ করা প্রয়োজন।
আপনার জন্য
মন্তব্য করতে লগইন করুন