অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ মার্চ, ২০১৪, ১১:০০:২২ সকাল
একটা পেরেক
আর একটা হাতুড়ি
একটা শব্দ
অবিরাম হামাগুড়ি।
একটা মন
একলা এখন
একটা জীবন
হারাল যৌবন।
একটা বাড়ি
একটা গাড়ি
ছিলনা তাই
স্বপ্ন আড়ি।
একটা ঘুড়ি
ফিরলনা বাড়ি
অভিমান তার
আকাশ পাড়ি
বিষয়: বিবিধ
৮২৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুটি শব্দ
কি চমৎকার
ছন্দ কাব্য!
কারণ- অভিমানে বাড়ে প্রীতি ও সম্প্রীতি ।
কারণ- অভিমানে বাড়ে প্রীতি ও সম্প্রীতি ।
মন্তব্য করতে লগইন করুন