বিয়ের আগে যারা শুধু টাকা দেখেন…
লিখেছেন লিখেছেন FM97 ২৮ মার্চ, ২০১৪, ১১:৫০:১৫ সকাল
অনেক মা-বাবা আছেন, যারা মেয়েদের সুখের কথা চিন্তা করে ধনী পাত্রের কাছে মেয়ে বিয়ে দিতে আগ্রহী হোন, আর মনে করেন আমার মেয়ে অনেক সুখী হবে- সেই সব মা-বাবাদের কাছে ছোট প্রশ্ন- বিয়ের পরে জামাই এর সব টাকার মালিক কি আপনার মেয়ে হবে? (যেহেতু আপনারা টাকার হিসাব ধরেন, তাই টাকা রিলেটেড প্রশ্ন)
অনেকেই আছে, মাসে লাখের ওপর কামাই, অথচ পরিবার ও বউ এর প্রতি, তার প্রয়োজনের প্রতি কোনো গুরুত্ব নাই। তখন? আপনার মেয়ে কি খুশি হবে?
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'' তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ''
আর স্ত্রীর ইচ্ছে পূরণ করেই তো তার কাছে উত্তম হওয়া যাবে , নাকি !
হ্যা, স্ত্রী যদি তার আকাঙ্ক্ষাগুলো না হলে একদমই পারছেন না, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে উচিত কনট্রিবিউট করা। কারণ- দেখুন- কিছু নারী আছেন- যাদের প্রতিমাসে কয়েকটা ড্রেস না বানালে হয় না (হতে পারে এটাই তার শখ, এতে সে খুশি হয়), আবার ধরূন- সে প্রায়ই ফ্রেন্ডদের গিফট দেয়া পছন্দ করে- সেক্ষেত্রে স্বামী যে সবসময় রাজি ও রেডি থাকবে- তাও তো না।
তাছাড়া অনেক সময় এমনও হতে পারে- শখটা শুধুই স্ত্রীর, স্বামীর নিষেধ নেই- তবে তিনি সেটা পূরণ করতে অপারগ- সেক্ষেত্রে হয় নারীকে অপেক্ষা করতে হবে, অথবা হাত খরচ থেকে বের করতে হবে।
তবে আপনি ভাল ছেলে , নামাজী ছেলে - এই দেখে পাত্রীর বাবা মা আপনার কাছে তাদের মেয়েকে দিল । বললো যে , টাকা পয়সায় যদি সুখ না আসে তাহলে সেখানে কেন আমাদের মেয়েকে দেব ?
এটা একটা ফরমালিটিজ । জাস্ট বিয়েটা হয়ে নিক , দেখবেন আপনার এই সত(!) গুনই হয়ে যাবে আপনার অযোগ্যতা আর যেটা আপনার নেই (অঢেল টাকা পয়সা) সেটাই হয়ে যাবে আপনার দূর্বলতা ।
সবসময়ই বউই আপনাকে পরোক্ষ থ্রেটে রাখবে আপনাকে ছেড়ে যাবার । আর আপনার ও আপনার পরিবারের সাথে খিটিমিটি তো লাগিয়ে রাখবেই ।
টাকা যেখানে অঢেল সেখানেই মেয়েরা দৌড়াবে , কারণ যার কাছে গেলে তাকে পায়ের উপর পা তুলে রাজ রানীর মত রাখবে সে সেখানেই যাবে ।
আপনি এখন যে প্রতিষ্ঠানে কাজ করেন তার চেয়ে বেশী বেতনে ও বেশী সুবিধাদিতে যদি আরেক প্রতিষ্ঠান আপনাকে অফার দেয় তাহলে আপনি কি করবেন ?
আপনি সেটা ধরতে সর্বোচ্চ চেষ্টাই করবেন এবং এটাই স্বাভাবিক । ''অনেক দিন ধরে সেখানে চাকরি করছেন একটা মায়া মায়া চলে এসেছে '' সেটা আর ধর্তব্যে আসবে না ।
আপনার প্রতিষ্ঠান যদি সেখানে যেতে না করে তাহলে তার এগেইনস্টে হয়রানীর মামলা ঠুকে দেবেন , যেমন পয়সাওয়ালাকে স্বামী বানানোর জন্য আগের স্বামী আটকে রাখতে চাইলে তাকে ডিভোর্স দিয়ে দেন ।
তবে আমি মনে করি না, মেয়েরা এতো টাকার লোভী। আপনার অভিজ্ঞতা জানি না। এটা আমার পর্যবেক্ষণ।
এটা ঠিক- স্ত্রী খুশি থাকতে চায়, ঘরে সারাদিন কাজ করবে- তার চেয়ে ভালো কি চাকর-বাকর কাজ করবে আর সে পায়ের ওপর পা তুলে থাকবে- সেটা কি ভালো নয়? সবাই চায়। আর তেমন হলে ক্ষতি কি? তবে টাকা যেখানে অঢেল সেখানেই সে দৌড়াবে তা না। লোভী মেয়ের সংখ্যাও আছে আর যাদের কাধে পড়ে তারা আসলে এদের জন্যই পারফেক্ট। ভাই, জানি না, অতিরিক্ত বলে ফেললাম নাকি
আপনি বলেছেন- বেশি টাকার অফার দিলে আপনি পুরাতন প্রতিষ্ঠানটা ছেড়ে অবশ্যই নতুনে যাবেন। না, ভাই আমি এমন না- যতক্ষণ পর্যন্ত এটা না দেখবো যে নতুনটা নৈতিকতার ভিত্তিতে পুরাতনের চেয়ে ভালো ততক্ষণ পর্যন্ত নতুনে যাবো না।
টাকাটাকে বড় করে দেখি না, আর জীবনসঙ্গীও তেমন চাই না। ভাই, দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন