ঈদ আনন্দ স্বার্থক যখন...

লিখেছেন লিখেছেন FM97 ১৭ জুলাই, ২০১৫, ১১:৪২:২৭ রাত

এটা সত্য যে- আমাদের এই ছোট দেশে চ্যানেলের সংখ্যা অস্বাভাবিক পর্যায়ে। যেকারণে চ্যানেলে-চ্যানেলে চলে প্রতিযোগিতা। কে কয় দিনব্যাপী ঈদ আয়োজন করতে পারে, কতোটা নাটক, টেলিফিল্ম দেখানো যায়- ইত্যাদি। তবে সচেতন দর্শক ফাঁকা হাসি, অহেতুক আবেগ কিংবা অবাস্তব কাহিনীর চিত্রায়ন পছন্দ করেন না। তাই দর্শকের মনোযোগ ধরে রাখাও হয়ে যাচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। আর হবেই না কেনো? উত্তরটা দিয়ে গিয়েছেন হুমায়ুন আহমেদ। কয়েক বছর আগে- উনার এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন- “আগে দু-একটা চ্যানেল থাকায় চাপ থাকতো না, আর এখন চ্যানেল বেড়ে যাওয়ায় গল্প দেয়ার ওপর চাপ আসে”। উনার এই কথায় একটা গভীরতা আছে। যারা লেখক তারা হয়ত ঠিকই টের পেয়েছেন। যেমন- স্বতঃস্ফূর্ত সাড়া আর চাপ দিয়ে আদায় করার মধ্যে একটা পার্থক্য আছে। লেখক, গল্পকার বা নাট্যকারের মাথায় যখন চাপ কাজ করে তখন প্রদত্ত লেখা নিম্নমানের হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফলে যা হওয়ার তাই; নাটকের সংখ্যা বাড়ে তবে দর্শকেরা ভালো কিছু পায় না।

এদিকে, ইলেকট্রিক হোক বা প্রিন্টেড মিডিয়া- সব জায়গায় ঈদ মানেই টিভি’র পর্দার আয়োজন। সেটার প্রচার-প্রচারণা। যদিও টেলিভিশন যেনো অলস সময়ে একটা ‘মন ভুলানো মেশিন’। তাই মনে হয়- মন ভুলানো খেলায় নিজেকে না মাতিয়ে রেখে আত্মীয়দের খোঁজখবর নেয়া, দূরে কিংবা আসেপাশে ঘুরে বেড়ানোর মধ্যেই ঈদ আনন্দের স্বার্থকতা জড়িত…

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330438
১৮ জুলাই ২০১৫ রাত ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আনন্দ কে যদি মানুষের কাছ থেকে নিয়ে সীমাবদ্ধ করা হয় একটি বাক্সের মধ্যে তাতে কি আর আনন্দথাকে।
১৮ জুলাই ২০১৫ রাত ০১:৩৪
272650
অপি বাইদান লিখেছেন : আত্মঘাতি বোমায় মুমিনের যত আনণ্দ।
330453
১৮ জুলাই ২০১৫ রাত ০১:৩৪
অপি বাইদান লিখেছেন : ঈদ মোবারক : ঈদের দিনও বন্ধ হয় না মুমিনের খুন খারাপি .....

নাইজেরিয়ায় ঈদের নামাজে আত্মঘাতী হামলায় নিহত ৬৪,



Click this link
নাইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ফক্স নিউজের খবরে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) দেশটির দামাতুরু শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File