আপনি_কোন_বংশের ?
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৮ জুলাই, ২০১৫, ১২:০৪:২১ রাত
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে (সমগ্র মানব জাতিকে) একটি আত্মা থেকে সৃষ্টি করেছেনঃ সূরা নিসা-১ দ্রষ্টব্য।
আল্লাহ তায়ালার নিকট জাতি, বংশ, সুশ্রী, কুশ্রী, সাদা, কালো সবই বরাবর। শুধু পরিচয়ের জন্য বিভিন্ন জাতি ও বংশ সৃষ্টি করেছেনঃ সূরা হুজরাত দ্রষ্টব্য।
নিশ্চয়ই আল্লাহ তায়ালার নিকট সম্মানী তারাই যারা আল্লাহ তায়ালাকে অধিক ভয় করেঃ সূরা হুজরাত দ্রষ্টব্য।
পবিত্র কুরআনে এত করে স্পষ্ট ভাষায় বলার পরও আমরা কেন নিজেরদের মাঝে বংশের ফারাক ও গর্ব করি, বুঝতে পারি না।
ফেসবুকে একটি প্রশ্ন ফেলাম এমনঃ
আপনি_কোন_বংশের ?
১.মৌলুভী
২.মোল্লা
৩. মুন্সী
৪.সৈয়দ
৫.তালুকদার
৬.মির্জা
৭.সরদার
৮.সরকার
৯.খন্দকার
১০.শেখ
১১.ফকির
১২.ফরাজী
১৩.জোয়ার্দার
১৪.শরীফি
১৫.মাতবর
১৬.চোকদার
১৭.বিশ্বাস
১৮.গাজী
১৯.শিকদার
২০.চৌধুরী
২১.আকন্দ
২২.আকন
২৩.খাঁ
৪.দেওয়ান
২৫.শাহ
২৬.সিদ্দীকী
২৭.কাজী
২৮.মাঝি
২৯.দাড়িয়া
৩০.ভূঁইয়া
৩১.হক্ব
৩২.হাওলাদার
৩৩.মন্ডল
৩৪.হাজারী
৩৫.চাকলাদার
৩৬.মৃধা
৩৭.লস্কর
৩৮.পাটোয়ারী
৩৯.গোলন্দাজ
৪০.মল্লিক
৪১.গং
৪২.খাঁন
৪৩.খলিফা
৪৪.বক্স
৪৫.বেপারী
৪৬.সওদাগর
৪৭.চিশতী
৪৮.ভরসা
৪৯.পাঠান
৫০.তরফদার
৫১.প্রামাণিক
৫২.শিকারী
৫৩.জমাদার
৫৪.সারেং
৫৫.কোতয়াল
৫৬.আদেল
৫৭.মিয়া
৫৮. মাজি
৫৯. বকাউল
৬০. নেতা
৬১. মজুমদার
৬২.সেকান্দার
৬৩.মীর
৬৪.প্রধান
৬৫.মোড়ল
৬৬. পাটোয়ারী
৬৭, ভূঁইয়া
জানি না, মানুষের নযরে এখানে কে বেশী উঁচু কে বেশী নিছু।
আল্লাহ তায়ালা সবাইকে বুঝ দান করুন।
বিষয়: বিবিধ
২২৮০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব মানুষ ই রক্ত মাংসে গড়া তবু বংশের একটা প্রভাব মানুষের চরিত্রে পড়ে আমার মনে হয় ।
ধন্যবাদ ভাইয়া ।
আপনারটা জানাবেন কি! জানতে ইচ্ছুক।
আমার মনে হয়, মানুষের ব্যবহার, আচার আচরণ, আদব আখলাক ই মূল বংশের পরিচয়।
ধন্যবাদ সাইয়ারা
যে তুমি হয়
সব কিছু তুমি,বল তো এবার
মুসলিম তুমি,হও কি নও।
জওয়াবে শিকওয়া-ইকবাল।
যেমন তার ব্যক্তিত্ব তেমনি তার প্রতিটি কবিটা,
অনেক শুকরিয়া।
আমাদের শুধু মুসলিম পরিচয় হলেই হয়।
"আমাদের পরিচয় শুধুমাত্র মুসলিম হওয়া চাই"।
অনেক অনেক শুকরিয়া, লেট ঈদ মোবারক।
বছর ২/৩ হলল, হিন্দী ও বাংলা সিরিয়ালের মত ফেইসবুক কে ও আমার কাছে মানুষের জন্য বড় সড় একটা ফেতনা বলে মনে হয়। যদিও দুটোকে কাছ থেকে দেখা হয় নি।
আল্লাহ ভাল জানেন।
এ হিসেবে বলা যায়ঃ ফেতনা।
কেননা মাহফিল ও গানের আড্ড যদি পাশাপাশি বসানো হয়, গানের আড্ডতেই মানুষ বেশি যাবে। শয়তান যে রগে রগে কাজ চালাচ্ছে।
ফেসবুকেও ভালোটা গ্রহন করার চেয়ে খারাপের দিকেই ঝুকে পড়ার বাস্তবতা হাজারগুনে বেশি।
সুন্দর মন্তব্যটির জন্য অনেক অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন