ঈদ প্রত্যাশা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ জুলাই, ২০১৫, ১২:২৫:৪৩ রাত
আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অনেক দিন পরে ব্লগে আসলাম, কেমন আছেন সবাই
অজস্র সুখের সওগাত নিয়ে
ঈদ আসুক সবার ঘরে ঘরে
অনাবিল আনন্দের ঝর্ণা বয়ে যাক
এ নিখিল বিশ্ব চরাচরে।
দুঃখ-দুর্দশার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস-
ঢেউ খেলে যাক প্রতিটি প্রাণে প্রাণে
শুদ্ধ প্রেমের পুষ্প সৌরভে
সুরভিত হোক ধরা বিভোলা ঘ্রাণে।
সাম্য-ন্যায়ের সুর উঠুক বেজে
বিশ্ববীণার প্রতি তারে তারে
শান্তির সমীরণ কড়া নেড়ে যাক
দুঃখিদের জীর্ণ কুটিরের দ্বারে।
আনন্দবন্যায় ভেসে যাক গ্লানি
বিশ্ব মানব জাগো সুখ সারি গানে
এই ধরা হয়ে যাবে মালঞ্চ-
মহীয়ান মাবুদের রহম দানে।
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১১১২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগল কবিতাটি!
ঈদ বোবারক।
নাইজেরিয়ায় ঈদের নামাজে আত্মঘাতী হামলায় নিহত ৬৪,
Click this link
নাইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ফক্স নিউজের খবরে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) দেশটির দামাতুরু শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।
ঈদ বোবারক।
নাইজেরিয়ায় ঈদের নামাজে আত্মঘাতী হামলায় নিহত ৬৪,
Click this link
নাইজেরিয়া ঈদের নামাজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন, দুই নারী আত্মঘাতী হামলাকারীর মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।
ছুটির পর সেটা আবার আগের ধায়ার ফিরে আসে।
মন্তব্য করতে লগইন করুন