এটা তো পুরাই ঠকতি!
লিখেছেন লিখেছেন FM97 ১৭ মার্চ, ২০১৫, ০২:২১:২৮ দুপুর
ছবিতে দেখতে পাচ্ছেন olay’র ভাঙ্গা বোতল, আসলে এটাও প্রস্থচ্ছেন করেছি আমি। কারণটা পরে বলছি। আগে শুনুন- It is a total effects 7 in one, anti-aging moisturizer cream with sunscreen. এটা লাগালে আপনার (নারীদের) বয়স কতো এটা বুঝাই যাবে না। So, you are always young! চল্লিশ হলেও লাগবে পঁচিশ! তার মানে age কে lock করো।
এতক্ষণ বিজ্ঞাপনী আলাপ শুনলেন। এবার ব্যবহারকারী এক আত্মীয়ের মুখে শুনুন- “দূর! কিয়ের anti-aging? যেমন ছিলাম তেমনই তো! আর একি! কয়দিন হইসে লাগাইসি, এতো টাকা দাম! এতো তাড়াতাড়ি শেষ হয়া গেলো”?
বিজ্ঞাপনে ফুলিয়ে-ফাঁপিয়ে বলে তাতে তো সন্দেহ নেই, তবে তাড়াতাড়ি শেষ হয়ে গেলো… ভিতরে থাকে কতো? এটা দেখার জন্য উনার কাছ থেকে বোতলটা নিয়ে ভাঙ্গা শুরু করি। উল্লেখ্য, দুই-তিন বছর আগেও শুনেছিলাম এটার বাজার দর ১৫০০ টাকা, তা এখন ২০০০ টাকা বা এর উপরে হতে পারে।
যাই হোক, বোতল খুলে অবাক! ২য় ছবিতে মাঝখানে যে মাত্র অর্ধেক ইঞ্চি গভীরতা যে ছোট বৃত্তটা দেখতে পাচ্ছেন, সেটাতেই থাকে ক্রিম বাকি পুরো বোতল ফাঁপা। এ তো দেখি পুরাই ঠকতি!!
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান ভাইযান
প্রতারনা করা ও মিথ্যা বলা যে কোন ব্যবসার ৯০% পুঁজি । এসব ছাড়া ব্যবসাতে কোন ভাবেই সেটেল্ড হওয়া যাবে না ।
এতো সহজেই পার পাওয়ার ধান্দা থাকে বলেই অনেকে ব্যবসাতে প্রতারণা করে, যেটা গর্হিত অপরাধ।
,
অল্প কিন্তু জিনিস খাঁটি! তা না হলে এতো দাম দিয়ে রুপের ঝলক দেখাতে এইটুকুন জিনিস কেউ কিনে!
যাদের কাছে গ্ল্যামার বাড়ানোই একমাত্র উদ্দেশ্য তাদের কাছে প্রসাধনীর পরিমাণ মুখ্য নয়।
মন্তব্য করতে লগইন করুন