ঈদের কবিতা লিখার অনুরোধের জবাবে!!
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৭ জুলাই, ২০১৫, ১০:৫১:৪৩ রাত
বাগিচায় এক হলদে পাতা বলল আমায় ডেকে
বসন্ত আজ চলে গেছে আমার জিবন থেকে।
ভ্রমণ কারিরা আমায় যেন ফেলে না দেয় ছুঁড়ে
আমার শাখা থাকে তাজা তাদের স্মৃতি জুড়ে।
ছোট্ট এই পাতা টুকু আমায় করেছে বেকারার
বাগানে আমি দেখছি এখন বসন্তের হাহাকার।
শরতে আমি কাঁদছি যে বসন্তের আশায়
কেমন করে ঈদের খুশি আসবে আমায়।
উজাড় হয়ে গেছে যে সেই দিনের পানশালা
আমি শুধু ভেবে যে যাই সেই পানিয়র কথা।
শুনছি মোরা আনন্দ আর খুশির কথা আজ
ঈদের চাঁদ হাসছে বাঁকা দেখে মোদের কাজ
(ঈদ পর শায়েরি লিখনে কই ফরমাশ কে জওয়াব মে-আল্লামা ইকবাল)
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা আল্লামা ইকবাল কে অনুবাদ এর একটা অক্ষ্ম প্রচেস্টা!!!
আমার লিখা তো না। আর আপনাদের সংস্পর্শে এসে এই অধঃপতন হচ্ছে। বুজছেন!!!!
মন্তব্য করতে লগইন করুন