Rose Roseদেখে এলাম নবীর দেশঃছবি ব্লগ-০২ Rose Rose ((রাবেতার সদর দফতরে))

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৮ মার্চ, ২০১৪, ১১:৫৩:৫৬ সকাল



রাবেতা আলম আল ইসলামী। বিশ্ব মুসলিম ভ্রাতৃ সংস্থা।মুসলিম ওয়ার্ড লীগ। সংগী সেই আগের মতোই জুবায়ের আবরার।

স্বজন ব্যক্তিত্ব জনাব জাকির আহমদ। রাবেতার ইংলিশ জার্নাল এর তিনি সম্পাদক। জুবায়ের আবরারের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দেখা হওয়ার পর জানতে বা বুঝতে পারলাম যে, তিনি আমাদেরও প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শুধু নন-তিনি আমাদের আত্মারও আত্মীয়। পূর্ব থেকে পাস রেডি রাখা হয়েছে। ৪ সংগী সহ হাজির হলাম রাবেতার সদর দফতরে।



রাবেতার সদর দফতরে যাওয়া অনেক বড় কিছু। দেখা করলাম সম্পাদক সাহেবের সাথে। জমজম আর খেজুর দিয়ে আপ্যায়ন করালেন। তার সম্পাদিত জার্নাল গিফট করলেন। এরই মধ্যে তার কিছু সৌদীয়ান কলিগ আসলেন। যাদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় হলো। উনারা সম্পাদককে অনুরোধ করলেন, যাতে আমাদেরকে গিফট করা হয়-আপ্যায়ন করানো হয়।



ঘুরে ফিরে দেখার মতো কিছু নাই। সর্বত্র ম্যান্টেনেন্সের কাজ চলছে। তাই বিল্ডিং-এর বাহির দেখেই তৃপ্ত থাকতে হলো।



রাবেতা আলম আল ইসলামীর সদর দফতরকে পিছনে ফেলে আমরা ছুটে চললাম হুদায়বিয়ার প্রান্তরের দিকে।



সামনেই আমাদের গন্তব্য হুদায়বিয়া। যেখানে একটি গাছের নিচে জড়ো হয়ে শপথ নিয়েছিলেন আসবাবে রাসূল সাঃ। জুবায়ের আবরার আমাদের সাথেই আছেন।



বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199129
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:২৩
আব্দুল গাফফার লিখেছেন : জেনে ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৭
149317
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনাকে। উৎসাহিত হলাম।
199144
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৭
149318
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : শুকরান।
199159
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৯
নোমান২৯ লিখেছেন : আল্লাহ আমদেরকেও দেখার তাওফিক দান করুক ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৮
149319
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
199161
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ সুন্দর ছবি গুলির জন্য।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:২৯
149320
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : তাই। আপনার ভাল লাগা আমার অনুপ্রেরণা।
199170
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
লোকমান লিখেছেন : কাছে থেকেই ঘুরে গেলেন জানতেও পারলাম না।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩০
149321
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কি বলেন! সাজ সাজ রবেইতো গিয়েছিলাম। সম্ভবতঃ আপনি সেই সময়ে ব্লগের পাতায় বিরতি দিয়েছিলেন।
আপনি তাহলে সৌদী আরবেই আছেন। আবার আসতে পারি দোয়া করবেন।
199204
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৪
সালাম আজাদী লিখেছেন : পড়লাম এবং বুঝলাম
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩০
149322
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আকরামাকাল্লাহ।
199344
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ সুন্দর ছবি গুলির জন্য।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
149323
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনার জন্য। তবে কাজল পরা যে চোঁখটা ব্যবহার করছেন, কেন জানি মনে হচ্ছে চোঁখটা আপনার নয়। আমি কি সত্য বলেছি?
199533
২৯ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : কবে যে যাব।
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
149324
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ইচ্ছা থাকিলে উপায় হয়।
199898
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এদের কাজ কি? বর্তমান মুসলিম দেশগুলোর সংকটকালে এদের ভুমিকা কী?
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২২
149648
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওটা আমার জানা নেই ভাই। তবে ওখানে ওদের ওয়েব সাইটের ঠিকানা আছে। চেক করে দেখতে পারেন।
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২২
149649
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ওটা আমার জানা নেই ভাই। তবে ওখানে ওদের ওয়েব সাইটের ঠিকানা আছে। চেক করে দেখতে পারেন।
৩১ মার্চ ২০১৪ রাত ০৪:২০
150330
সাদাচোখে লিখেছেন : @ সূর্যের পাশে হারিকেন - কঠিন প্রশ্ন!

@ লিখক - চমৎকার প্রতিউত্তর দিলেন। মাশাল্লাহ্‌।

ভাল লাগলো আপনার সাধারন উপস্থাপনা।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File