ফেবুতে পেলাম

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ মার্চ, ২০১৪, ১০:৪৪:৫৪ সকাল



Abu Muaz

আমার পরিচিত এক ব্যাক্তি একবার আমাকে বলেছিলেন আমার অপারেশানের জন্য কয়েক ব্যাগ রক্ত লাগবে। তোমার হুজুর বন্ধুদের কারো অমুক গ্রুপের রক্ত থাকলে একটু ব্যাবস্থা করে দিয়ো প্লিজ।

আমি বললাম হুজুর কেন?

উনি বললেন নরমাল ছেলেপেলে থেকে রক্ত নিতেও তো ভয় লাগে। কিনা কি নেশা করে, কত রকম আকাম কুকাম করে, কোন ঠিক আছে। হুজুরদের বেলায়তো আর এই টেনশান নেই।

----- ------

কথাটা শুনতে হাস্যকর হোলেও, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটা কঠিন বাস্তবতা। আমার নিজেরই একজন অনেক কাছের আত্মীয় হেপাটাইটিস এ আক্রান্ত হয়েছিলেন, ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে।

আর এদেশের সেকুলার পরিবারের ছেলেরা আজকাল নাকি ক্লাস ৬-৭ থেকেই পবিত্র হবার জন্য বিশেষ পল্লিতে যায়। আর চেতনা সর্বদা সজাগ রাখবার জন্য যে কত কিছু খেতে হয় তার কি আর ইয়ত্তা আছে। এদের থেকে রক্ত নেবার চাইতে শরীরে প্রিন্টারের লাল কালি ঢুকানও অনেক সেফার।

---

আজ এক ভাইয়ের সাথে আলোচনা করতে করতে ডিসিশান নিলাম, শুধু মাত্র প্রাক্টিসিং মুসলিম ভাই বোনদের নিয়ে একটি ওয়েবসাইট করব। এখানে ডোনার থাকবে শুধুমাত্র প্রাক্টিসিং মুসলিম ভাই বোনরাই। এবং সবার প্রফাইলে ব্যাক্তিগত ভাবে ভেরিফাই করা হবে।

হাজার হাজার মেম্বার দরকার নেই, তবে আমাদের ভাই বোনদের শরীরে যেন চেতনার রক্ত না প্রবেশ করতে পারে, সেজন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা।

ওয়েব সাইটের কাজ শুরু করেছি আজ।

Domain name: http://www.purebloodbank.com

Pros and cons নিয়ে আপনাদের থেকে উপদেশ আশা করছি।

Mohammad Tanvirul Islam. Sharif Abu Hayat Opu .Ahmed Rafique Zaber .Mohammad Yassir Atif Sumon

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199111
২৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল কথা বলেছেন!
আসলেই সবার থেকে রক্ত নেয়া এখন ঝুঁকি পুর্ন। আর কিছু না হোক অতি আধুনিক জিবনযাপনকারিদের রক্তে মাদকদ্রব্যথাকা অতি স্বাভাবিক।
199123
২৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৮
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : জিনিসটা মাথায় ঢুকেনি। আরেকটু খোলাসা করে বলুন। ঐ ওয়েব সাইট দিয়ে হবেটা কি।
আর হ্যাঁ! আমি কিন্তু ১০০% প্রাকটিসিং মুসলিম না। তবে ওটা হতে চাই।
২৯ মার্চ ২০১৪ রাত ১২:১৯
149183
দ্য স্লেভ লিখেছেন : ্ই সাইটের মাদ্যমে তারা অন্যদের সাথে যোগাযোগ করবে এবং কারো রক্ত দরকার হলে দিবে এবং সেটা যেন ভাল রক্ত হয় এটাই তাদের ইচ্ছা। আমি বেমী কিছু জানিনা এ ব্যাপারে
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
149326
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কিন্ত প্রেকটিসিং মুসলিম ফাইন্ড করার জন্য ওয়েভ সাইট হতে হবে কেন। ওয়েভ সাইটের মাধ্যমে তো মুসলিমের প্রেকটিস দেখা যাবেনা। একজন প্রতিবেশীই সবচেয়ে ভাল বলতে পারে যে, কে সবচেয়ে ভাল প্রেকটিসিং মুসলিম।
২৯ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
149659
দ্য স্লেভ লিখেছেন : রক্তদানটাই আসল। ওটার জন্যে যোগাযোগ প্রয়োজন তাই....
199148
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
ভিশু লিখেছেন : Chatterbox ভালোই...Happy Good Luck
199152
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ
199209
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : এখন ছেলেদের সাথে সমতা আনতে মেয়েরাও অনেক এগিয়ে যাচ্ছে। Bee আপনি শুধু ছেলেদের চেতনার কথা ক্যান বললেন! Frustrated ব্যপক মাইন্ড খাইলাম ভাই। অন্তত লাকী ম্যাডামের কথাটাতো বলতে পারতেন! এই বৈষম্য মানা যায়না! Time Out মানিনা! Loser
২৯ মার্চ ২০১৪ রাত ১২:২০
149185
দ্য স্লেভ লিখেছেন : মাইন্ড খাইলেন ক্যান? এইডা কি আমি লিখছি ? আমি কপি পেস্ট করলাম Happy
199269
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি ও ১০০% প্রাকটিসিং মুসলিম না। তবে চেষ্টায় আছি ।তবে হে আমি ওদের খুবই মহব্বত করি।
199307
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
ইক্লিপ্স লিখেছেন : ভালো উদ্যোগ। শুভকামনা।
199349
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199358
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
মাহমুদ১২১৩ লিখেছেন : চেতনার রক্তের চেয়ে বুড়িগঙ্গার পানি অনেক নিরাপদ !!! কারন আর যাই হোক বুড়িগঙ্গার পানি থেকে এইডস হওয়ার সম্ভাবনা নাই !! Thumbs Down Thumbs Down
১০
199502
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:০৫
শেখের পোলা লিখেছেন : তা বেশ বেশ৷ প্রয়োজনে হুজুর খোঁজা আর বিনা প্রয়োজনে ফাঁসী দেওয়া৷ ভাল ভাল৷ আর আমরাতো বেবাকই প্রাকটিসিং মুসলীম৷
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
149272
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File