আমি তো সেদিনই মারা গেছি ( কবিতা) _______অলীক সুখ

লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৮ মার্চ, ২০১৪, ১০:৩৭:২৫ সকাল

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন তুমি আমার ভালবাসাকে তুচ্ছ করে চলে গেলে,

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন দুজনের সম্পর্কের তালটি কেটে গেছে।

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন তুমি আমাদের সব সম্পর্ক অস্বীকার করলে।

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন তুমি আমার ভালবাসাকে নি:শেষ করে নিয়ে গেলে,

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন তুমি হীনা জীবন ভাবতে শুরু করেছি,

আমি তো সেদিনই মারা গেছি

যেদিন তুমি হীনা জীবনে চলতে শুরু করেছি।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199103
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪০
চুতিয়া লিখেছেন : পাঙ্খা পোষ্ট মজা পাইছি। অনেক ধন্যবাদ
205845
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
অলীক সুখ লিখেছেন : পাঙ্খা?????????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File