আমি তো সেদিনই মারা গেছি ( কবিতা) _______অলীক সুখ
লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৮ মার্চ, ২০১৪, ১০:৩৭:২৫ সকাল
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন তুমি আমার ভালবাসাকে তুচ্ছ করে চলে গেলে,
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন দুজনের সম্পর্কের তালটি কেটে গেছে।
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন তুমি আমাদের সব সম্পর্ক অস্বীকার করলে।
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন তুমি আমার ভালবাসাকে নি:শেষ করে নিয়ে গেলে,
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন তুমি হীনা জীবন ভাবতে শুরু করেছি,
আমি তো সেদিনই মারা গেছি
যেদিন তুমি হীনা জীবনে চলতে শুরু করেছি।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন