প্রেমে পড়ার গল্প - প্রথম পর্ব
লিখেছেন লিখেছেন অলীক সুখ ০২ অক্টোবর, ২০১৪, ০৮:৩৫:০৮ রাত
তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন ই তোমার উপর ক্রাশ খাই। B|
একটা মেয়ে গোসল করে বের হয়েছে, এরপর দাড়িয়ে দাড়িয়ে চুল মুছছে এই দৃশ্য আজো আমার চোখে ভাসে। ![]()
প্রথমে আমি তোমার চুলের প্রেমে পড়সি, এরপর প্রেমে পড়সি তোমার চুল মোছার। তারপর প্রেমে পড়সি তোমার কণ্ঠের। এত মায়াবি কণ্ঠ, শুধু শুনতেই ইচ্ছা করে।
তাই তো লিখেছিলাম,
"তুমি বলো, আমি শুনি" ![]()
আর সবশেষে প্রেমে পড়লাম তোমার। ![]()
আর সবচেয়ে বড় সত্যি কথা হল গোসলের পর খোলা চুলে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। #Supermoon এর আলো ও তার কাছে ম্লান। <3
বিষয়: বিবিধ
১৮৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এটা কিন্তু ভালো খবর নয় কিন্তু হ্যা
বাকি গুলা যখন লেখব তখন বুঝবেন।
উনি যদি একান্তই আপনার হয়ে থাকেন তবে তো মোবারকবাদ-
তা না হলে কিন্তু খবর আছে
এটা কি গদ্য-কবিতা ?? [গল্প??]
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন