অ্যাকটিভ সিটিজেন্সের পরিচ্ছন্নতা কর্মসূচি সমাপ্ত
লিখেছেন লিখেছেন অলীক সুখ ০৪ মে, ২০১৪, ০১:৫২:২৬ রাত
দেশের শিশুদের
পরিচ্ছন্নতা সচেতন করতে ২০
দিনব্যাপী নানা কর্মসূচি পালন
করেছে ‘অ্যাকটিভ সিটিজেন্স
কর্মসূচি’ নামের একটি সংগঠন।
১০ এপ্রিল থেকে ব্রিটিশ
কাউন্সিল ও দি হাঙ্গার
প্রজেক্টের সহযোগিতায়
শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান
ও হাত ধোয়া কর্মসূচি আয়োজন
করে সংগঠনটি।
কিশোর-তরুণদের মেধা, দক্ষতা ও
সৃজনশীলতা বিকাশের
পাশাপাশি সমাজে অন্যান্য
ইতিবাচক কাজ করছে তারা।
এই কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ১৬
হাজার তরুণ-কিশোরকে এ
বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এই তরুণ-কিশোররা নিজেদের
এলাকার বিভিন্ন
সমস্যা সমাধানে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ ছাড়াও
২২টি দেশে এটি চালু আছে।
গাজীপুরের জয়দেবপুর এলাকায়
এই সংগঠনের সহায়তায় 'ইয়ুথ
বিং অ্যাকটিভ'
নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
রয়েছে।
স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই
সংগঠনের মাধ্যমে এলাকায়
অনেক উন্নয়ন কাজ করে থাকে।
http://hello.bdnews24.com/news/article3966.bdnews
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন