তোমাকে চাই(কবিতা)

লিখেছেন লিখেছেন অলীক সুখ ৩০ নভেম্বর, ২০১৪, ০৫:৫৫:৩৪ বিকাল

তোমার ঐ কাজল-কালো চোখে

যেদিন আমার সর্বনাশ দেখেছিলাম,

সেদিন আমি তোমাকে চেয়েছিলাম।

তোমার ঐ কেশব চুলের মাঝে

যেদিন আমার সর্বনাশ দেখেছিলাম,

সেদিনও আমি তোমাকে চেয়েছিলাম।

তোমার ঐ ঠোটের কোণের হাসিতে

যেদিন আমার সর্বনাশ দেখেছিলাম,

সেদিনও আমি তোমাকে চেয়েছিলাম।

আজ যখন আমার সর্বনাশ হয়ে গেছে

তখনও আমি তোমাকে চাই,

শুধুই তোমাকে চাই।

বিষয়: বিবিধ

২২৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289969
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
হারানো ওয়াছিম লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File