বই পড়া এদের নেশা !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ৩০ নভেম্বর, ২০১৪, ০৬:০৯:২০ সন্ধ্যা
লন্ডনে আসার পর একটা বিষয় সব সময় আমার চোখে পরে তা হলো ব্রিটিশদের বই পড়ার নেশা। ব্রিটিশরা পত্রিকা পড়ার চেয়ে বই পড়াটাকেই বেশি প্রাদান্য দেন ! বৃটেনের পাবলিক
লাইব্রেরীগুলোতে পাঠকদের সমাগমই এর প্রমান পাওয়া যায়। এছাড়া প্রতিদিন যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ট্রেনে ও টিউবে ব্রিটিশদের বই পড়া ! মাঝে মাঝে বাসেও ব্রিটিশদের বই পড়তে দেখা যায়।
অথচ আমাদের দেশে বাসে ট্রেনে বই পড়াতো কল্পনাও করা যায়না ! মাঝে মাঝে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বই অথবা নোটবুক রিভিশন দিতে দেখা যায়। আমাদের দেশে বাসে ট্রেনে উঠলে ফালতু আলোচনাই সময় কাটে! অথবা রাজনৈতিক আলোচনাই বেশি হয় ! ব্রিটিশরা তাদের সময়টা কাজে লাগায় বই পড়ে আর এজন্যই বাসে কিংবা ট্রেনে ব্রিটিশরা বই পড়ে সময়টা কাটায় একদিকে সময়ও কাটল বই পড়ে কিছু শিখাও হলো,আর এর ফলে তারা বাজে আলাপচারিতা থেকে নিজেকে বিরত রাখছে।এটাই আমাদের সাথে তাদের পার্থক্য।তবে আমাদের দেশে বাসে ট্রেনে লোকদের পত্রিকা পড়তে দেখা যায়। একটি কবিতার দুটি লাইন মনে পড়লো........
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে "
সমাজ ও দেশকে বদলাতে বই থেকে আর ভালো কিছু হতে পারেনা ! তবে সেটা হতে হবে অবশ্যই একটা ভালো যে বই জাতি,দেশ,সমাজ ও মানুষকে বদলে দেতে সহায়তা করে ! আসুন আমরাও শুরু করি বই পড়ার আন্দোলন ?
লেখক:______এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই বিষয়টি আগেও অনেকরে কাছে শুনেছি। শুধু বৃটিশ কেন আমাদের নিকটবর্তি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এ ও দেখেছি মানুষ চলন্ত ট্রেন বা বাসে বই বা পত্রিকা পরছে। অনেকে এই সময় নাকি কুরআন শরিফ ও পড়ে। আমরা এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট করি।
মন্তব্য করতে লগইন করুন