রাজধানীসহ সারা দেশে সব শ্রেণি-পেশার মানুষের আবাসনে কাজ করে যাচ্ছে সরকার। ২৬০ টাকা দৈনিক জমায় রাজধানীতে বস্তিবাসীর জন্য ফ্ল্যাট দেয়ার সিদ্ধান্ত বর্তমান সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ নভেম্বর, ২০১৪, ০৫:০৮:২১ বিকাল
জনসংখ্যার সঙ্গে তাল রেখে নগর পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। প্রতিটি বাড়ির সঙ্গে স্যুয়ারেজ প্লান্ট সার্ভিস না থাকলে রাজউক থেকে প্ল্যান দেওয়া হবে না মর্মে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকার রাজধানীর বুকে বস্তিবাসীকে ২৬০ টাকা দৈনিক জমায় একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিস্তির টাকা পরিশোধ করে ২০ বছর পর ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ পাবেন তারা। গৃহনির্মাণ ও আবাসন ক্ষেত্রে বিরাজমান সংকট চিহ্নিত করে তা দূর করা ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। সভ্যতার ক্রমবিকাশের ধারায় মানুষ আবাসনব্যবস্থায় আধুনিকতা এনেছে। বর্তমান সরকার ইতিপূর্বে ক্ষমতায় এসে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে রাজধানীসহ সারা দেশে সব শ্রেণি-পেশার মানুষের আবাসনে কাজ করে যাচ্ছে। দীর্ঘমেয়াদি কিস্তিতে প্লট ও ফ্ল্যাট বিতরণ করা হচ্ছে। সরকার বস্তিবাসীর জন্য ২৬০ টাকা দৈনিক কিস্তি দিয়ে ফ্ল্যাটের মালিক হওয়ার মতো কাজ হাতে নিয়েছে। রাজধানীর মিরপুরে চলমান এ প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে তা কার্যকর করা হবে। সরকার পরিকল্পিত নগরায়ণ, ভূমির সুষ্ঠু ব্যবহারসহ অবকাঠোমোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। সব মহানগরী, জেলা ও উপজেলা শহরের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে। ঢাকার জন্য নতুন স্ট্রাকচার প্ল্যান (২০১৬ থেকে ২০৩৫) প্রণয়নের কাজ চলছে। রাজধানীতে প্রায় ৮০ শতাংশ মানুষের নিজস্ব বাসস্থান নেই। এ ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যাতে করে মানুষ ফ্ল্যাট কিনতে পারে। সরকারের গৃহীত এ সকল পদক্ষেপ বাস্তবায়িত হলে সকল শ্রেণী পেশার মানুষের আবাসন সমস্যা লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসেন সবাই মিলে বস্তিবাসী সেজে যাই!
মাসে ৭৮০০ টাকা হারে যে দিতে পারে তার ইনকাম মিনিমাম ১৫,০০০ টাকার কম না ।
এ লোক কোন দুঃখে বস্তিতে থাকবে ?
মন্তব্য করতে লগইন করুন