তোমাকে (খোলা চিঠি)

লিখেছেন লিখেছেন অলীক সুখ ০৬ মে, ২০১৪, ০৮:৫৭:৩১ সকাল

তোমাকে,

ইদানিং কি অনেক ব্যস্ত থাকো? একটুও কি অবসর সময় পাও না? আমার জন্যও কি অবসর সময় বের করতে পার না? কি এমন কাজ কর জানিনা, কিন্তু তোমার জন্য সবসময় নিজেকে ফ্রি রাখি। বারবার মনে হয়, এইতো তুমি আসলে বলে।

হয়তো তোমার সাথে নিজেকে একটু বেশি জড়িয়ে ফেলেছি। তাই এই অখন্ড অবসরে শুধু তোমাকেই খুঁজি। সেই জন্য তোমাকে একটু বেশি মিস করি। তুমি কেন আমাকে মিস কর না???

তোমাকে অনেক কিছু বলার ছিল। কিন্তু তোমার শোনার সময় হয়তো নাই। তাই কাল্পনিক তুমির সাথে সবসময় কথা বলি। নিজের যা ইচ্ছা তাই বলা যায়। ইচ্ছা হলে ঝগড়াও করা যায়।

ইদানিং কেমন যেন হয়ে গেছ। আগের মত আর নাই। কেমন যেন গাঁ ছাড়া ভাব। কিন্তু কেন? আশায় আছি আবার আগের মত হয়ে যাবে সব। সেই দিনটি যেন খুব শীঘ্রই আসে।

সেই দিনের প্রতিক্ষায়,

ইতি

আমি।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218020
০৬ মে ২০১৪ সকাল ১০:১১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ মে ২০১৪ সকাল ১০:৩৭
166128
অলীক সুখ লিখেছেন : ধন্যবাদ Happy
218350
০৭ মে ২০১৪ সকাল ০৫:১৪
প্রবাসী মজুমদার লিখেছেন : দুর মিয়া। হিতির নাম না দিলে ভালা লাগে? নাম কৈ? নাম দেন। হিতির বারোটা বাজামু। হিতির এত দাম কেন্নে হইছে দেখি লমু। আন্নে অ্যারে হিতির নাম দেন। ধন্যবাদ।
০৯ মে ২০১৪ সকাল ১০:৩৮
167148
অলীক সুখ লিখেছেন : না ভাই তেমন কেউ এখনো তৈরী হয় নাই। শুধুই মনের এলোমেলো ভাবনা। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File