ডেমোক্রেজি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৭:২৮ বিকাল

হাতের পাঁচ হয় কখনো এক?
চক্ষু মুদে একটু চেয়ে দেখ
আমরা যাকে বলতে চাইছি স্বাধীন
সেটাও কি নয় নিয়মের অধীন![]()
তন্ত্র বল মন্ত্র বল সবই ভেলকিবাজি
স্বার্থ হাসিল হলেই দেখ কে হয়না পাজি
নইলে কেন গণতন্ত্রে বৈষম্যটা বাড়ে
নইলে কেন মরবে লোকে থেকে অনাহারে![]()
খেলছে সবাই খেলাচ্ছে কেউ
উঠছে ঢেউ নামছে আবার
শূণ্য গোলে ড্র হবে তাই
খেলার মাঠেই দিন সাবার
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন