ডেমোক্রেজি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৭:২৮ বিকাল
হাতের পাঁচ হয় কখনো এক?
চক্ষু মুদে একটু চেয়ে দেখ
আমরা যাকে বলতে চাইছি স্বাধীন
সেটাও কি নয় নিয়মের অধীন
তন্ত্র বল মন্ত্র বল সবই ভেলকিবাজি
স্বার্থ হাসিল হলেই দেখ কে হয়না পাজি
নইলে কেন গণতন্ত্রে বৈষম্যটা বাড়ে
নইলে কেন মরবে লোকে থেকে অনাহারে
খেলছে সবাই খেলাচ্ছে কেউ
উঠছে ঢেউ নামছে আবার
শূণ্য গোলে ড্র হবে তাই
খেলার মাঠেই দিন সাবার
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন