দেশের পোষ্ট অফিসের প্রতি অভিযোগ।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩৭:৩৮ বিকাল
গত মাসের একদিন, বাড়ীতে ফোন করতেই আমার প্রাণ প্রিয় সন্তানটি রিসিভ করেই শুরু করে দিল, তার চাওয়া-পাওয়ার আবদার। সে স্কুলে যায়, তার স্কুলব্যাগ লাগবে, ব্লু কালারের পেন্ট,সাদা সার্টের কাপড় সাদা কেড্স সাদা মৌজা লাগবে, সাথে চকলেট ইত্যাদি।
প্রথম সন্তানের প্রথম স্কুলে যাবার আনন্দে বারবার মুগ্ধতায় ভাবনার জগতে হারিয়ে গেলাম। ওই দিনই র্মার্কেট থেকে তার চাওয়া পাওয়ার সব নিয়ে আসা।
ওজন করে দেখলাম এগার কেজি। এখন কি করে পাঠাই? ভাবতে শুরু করি । র্কাগো করে পাঠাব, না ডাক যোগে পাঠাব। সিদ্দান্ত নিলাম ডাক যোগে পাঠালে ভালো হবে। কিছুদিন আগে কার্গোতে পার্সের পাঠিয়েছি তাই এবার ভাবলাম পোষ্ট অফিসে পাঠাই।
পোষ্ট অফিস নিয়ে ওজন করে দেখলাম ১১কেজি থেকে ১৯০গ্রাম কম আছে। পোষ্ট মাষ্টারে বললো বাংলাদেশে ১০কেজি পাঠাতে পারবেন তার বেশি না। কি আর করা কার্টুন খুলে ১০কেজি বরাবর করা হলে মাস্টার বললো ১২০/- রিয়েল (টাকায় ২৬০০/-) । ১২০/-রিয়েল দিয়ে চলে আসলাম।
কাতার থেকে র্পাসেল পাঠানর ১৪দিন পরে খবর পেলাম আব্বা পার্সেল রিসিভ করছেন, সেখানে ১৩৭৫/-টাকা এবং ১০০/-টাকা বকশিষ সহ মোট ১৪৭৫/- টাকা দিয়ে পার্সেল নিয়ে বাড়ী আসছেন।
আর আমার কলিগ পাকিস্তানী আমার পার্সেল পাঠানোর এক ঘন্টা পরে সে পাঠাল ১৭কেজি ১৫৪/- রিয়েল দিয়ে। তার র্পাসেল পৌঁছল ৯দিনে , তার দেশেএকটা টাকাও লাগেনাই। পরে একটা জরিপ চালালাম ভারত,নেপাল, শ্রিলংকা,পাকিস্তান এ চার দেশের । কোন দেশেই বিদেশ থেকে প্রবাসীদের পার্সেল আসলে এভাবে টাকা আদায় করা হয় না। পরে যা বুঝলাম এক মাত্র বাংলাদেশেই আদায় করা হয়।
অথচ সরকারি হিসেবে প্রবাসীদের অর্থ মোট জাতীয় আয়ের প্রায় ১১ শতাংশ, আর বেসরকারি তথ্য অনুযায়ী ১৪ শতাংশ দেশের আয় হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যারা এই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, সেই প্রবাসীদের জন্য কি করছে রাষ্ট্র? প্রয়োজনে তারা কি যথাযথ সহায়তা পান সরকারের কাছ থেকে? সরকার মুখেই কেবল প্রবাসীদের জন্য নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলছে। কিন্তু বাস্তবে প্রবাসীরা কি পাচ্ছে?
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাধ আপনাকে।
ধন্যবাদ পোষ্ট অফিসকে এই জন্য যে তারা সম্ভবতঃ কিছুটা মানুষ হয়েছে।
তারপর ভাবলাম, এটা কি এমন যে,
- পোষ্টের প্যাকেট মূল্য যদি সম্ভাব্য কালেকশান/চাদাঁবাজীর মূল্য হতে কম হয় - তখন লোপাট করা হয় না?
- নাকি পোষ্টের অরিজিন কোন দেশে - তার উপর ভিত্তি করে - গায়েব করার টেম্পটেশান তৈরী হয় আমাদের ডাক ভাইদের?
আল্লাহ ই জানেন। তবে মিয়াজী ভাইয়ের এ্যাপিল টা আমাদের ইটকাঠে নির্মিত সরকারের কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দেশ ও জাতি উপকৃত হত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাসে বাড়তি উপার্জন হারাতো।
ধন্যবাদ।
পেরত পাঠালো কিনা জানতে মন চায়।
আর দেশে এগুলা দেখার কেহ নেই?
মন্তব্য করতে লগইন করুন