কাজ না করেই ঘরে বসে বেতন!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩৯:০৭ বিকাল
সৌদি আরবে কাজ করছেন বিদেশী শ্রমিক
কাজ না করেও ঘরে বসে বেতন পাচ্ছেন সৌদি আরবের হাজার হাজার মানুষ। এই বিষয়টি নিয়ে শংকিত দেশটির বিশেষজ্ঞরা।
জানা গেছে, বিভিন্ন কোম্পানিতে সৌদি আরবের নাগরিকদের জন্য কোটা বরাদ্দ রয়েছে। শ্রম মন্ত্রণালয়ের বিধান হলো, নির্দিষ্ট কোটা পূরণ করতে না পারলে কোন কোম্পানি বিদেশী শ্রমিক নিয়োগ দিতে পারবে না।
কিন্তু সৌদি আরবের শ্রমিকরা অদক্ষ। তাই তাদেরকে কাজে নিতে আগ্রহী নন বিভিন্ন কোম্পানির কর্তৃপক্ষ।
বেকার থাকার পরেও ঘরে বসে বেতন পাচ্ছেন এমন একজন যুবক হলেন আব্দুর রহমান সালেহ। চাকুরি পাওয়ার আশায় একটি বেসরকারি কোম্পানিতে গিয়েছিলেন তিনি। এসময় ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন, সালেহ কি প্রকৃত চাকুরি চান, নাকি সৌদিয়ান চাকুরি। এক পর্যায়ে কোম্পানির কর্তৃপক্ষ সালেহের সাথে একটি চুক্তি করল। চুক্তিতে বেতন নির্ধারণ করা হল ৩ হাজার রিয়াল। কিন্তু তাকে কাজে যোগদান করতে দেওয়া হল না। বরং ঘরে বসিয়ে রেখে মাস শেষে ১৫০০ রিয়াল দিতে লাগল বেসরকারি কোম্পানিটি।
এবিষয়ে ব্যবসায়ী দাউদ আল এসাইমি বলেন, "কোটা পূরণ করার জন্য ব্যবসায়ীরা সৌদি আরবের নাগরিকদের নিয়োগ দিচ্ছেন। তারা(ব্যবসায়ী পক্ষ) সৌদি নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া অথবা যোগ্য করে গড়ে তোলার ব্যাপারে আগ্রহী নন"।
"আপনারা আমাকে যোগ্য এবং অভিজ্ঞ শ্রমিক দেন, আমি বিদেশীদের নিয়োগ দেওয়া বন্ধ করে দিব", যোগ করেন তিনি।
মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বন্দর আল ধাবান বলেন, কতজন সৌদি নাগরিককে চাকুরিতে নিয়োগে দেওয়া হয়েছে সেটার প্রতি গুরুত্ব না দিয়ে শ্রম মন্ত্রণালয়ের উচিত, সৌদি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মানের বিষয়ে গুরুত্ব দেয়া।
সূত্র:সৌদি গেজেট
- See more at: http://www.timenewsbd.com/news/detail/4704#sthash.b4PpLYEu.dpuf
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই সঠিক কথা।
মন্তব্য করতে লগইন করুন