ইসরাইলি নারীকে বিয়ে করল মুসলিম যুবক: তোলপাড় শুরু
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৮ আগস্ট, ২০১৪, ০৮:০৫:৪৩ রাত
এক ইহুদি নারী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক আরব যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
ইসলাম গ্রহণকারী নারীর নাম মোরেল মালকা (২৩) ও আরব যুবকের নাম মাহমুদ মনসুর (২৬)। তারা উভয়ে ইসরাইলের রাজধানী তেল আবিবের জাফা সেকশনের অধিবাসী। এ ঘটনায় ইসরাইলে তোলপাড় শুরু হয়েছে।
রোববার বিয়ের দিন ইসরাইলের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দলের ২০০'র বেশি সদস্য রিশন লিজিওন শহরে বিয়ের মিলনায়তনের চারপাশে বিক্ষোভ শুরু করে। তারা "আরবদের মৃত্যু চাই" শ্লোগান দিতে থাকে। আরবদের প্রতি ইসরাইলি ইহুদিদের যে ঘৃণা রয়েছে, সেটা বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পেল।
এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের বেঁধে দেওয়া ২০০ মিটার সীমানা অতিক্রম করা হলে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বিয়ের অনুষ্ঠানে যাতে বিক্ষোভ না হয়, সে জন্য বর ও কনের এক আইনজীবী আদালতের কাছে আদেশ চেয়ে আবেদন করে। কিন্তু এই আবেদন প্রত্যাখ্যান করে আদালত। তবে তাদেরকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।
লেহাভা নামের একটি গ্রুপ বিক্ষোভটির আয়োজন করে। তাদের অনেকে কালো পোষাক পরিধান করেছিল। বিক্ষোভকারীরা আরব বিদ্বেষী শ্লোগান দেয় এবং গান গায়। গানের এক পর্যায়ে বলা হয় " তোমাদের গ্রাম পুড়ে যাক"।
ইহুদী ধর্ম পরিত্যাগকারী নারী এক মুসলিম যুবককে বিয়ে করায় নিন্দা জানিয়েছেন লেহাভা গ্রুপের মুখপাত্র ও সাবেক সংসদ সদস্য মিকাইল বেন-আরি। তিনি ঘটনাটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে "হিটলার যা করেছিল তার চেয়ে খারাপ কাজ" হিসেবে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য, কূটকৌশলের পথ অবলম্বন করায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকহারে ইহুদি নিধন করে হিটলার। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/21850#sthash.IMP4PhAI.dpuf
বিষয়: বিবিধ
১৮২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন