পোকা খেয়ে বনে ১২ দিন জীবন-যাপন!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৩ আগস্ট, ২০১৪, ০৪:৪০:৩৯ বিকাল
ব্রাজিলের বনে হারিয়ে যাওয়ার পর পোকা-মাকড় খেয়ে ১২ দিন জীবন-যাপন করেছেন একজন বৃদ্ধ।
তার নাম জেলিনো ভাইরা দা রোচা (৬৫), পেশায় একজন ইঞ্জিনিয়ার। তাকে অচেতন অবস্থায় এমাজন রাজ্যের রাজধানী মেনাউস শহর থেকে ৪৩৫ কিলোমিটার দূরে ভিলা ডি সুসুদুরি পৌরসভার বনাঞ্চলে পাওয়া গেছে।
পুলিশ অফিসার ফ্রানসিসকো রোচা জানান, বৃদ্ধ ইঞ্জিনিয়ার তার সহকর্মীদের সাথে তর্ক-বিতর্ক করে হোটেল থেকে রেরিয়ে যান। হোটেলটি ট্রান্স-এমাজোনিয়ান হাইওয়েতে অবস্থিত। যাহোক, এক পর্যায়ে ইঞ্জিনিয়ার বনের মাঝে হারিয়ে যান। জেলিনো ভাইরা দা রোচাকে ১২ দিন পর অচেতন অবস্থায় খুজেঁ পান একজন কৃষক। এ সময় তার গায়ে কাটা-ছেড়া দাগ ছিল।
পুলিশ কর্মকর্তা বলেন, ইঞ্জিনিয়ার বেঁচে গেছেন কারণ, তিনি নিজে এমাজন অঞ্চলের একজন আদিবাসী। 'বনটি সম্পর্কে একটি বা দুইটি জিনিস' তিনি জানতেন। সূত্র: ইন্দোএশিয়ান নিউজ সার্ভিস।
http://www.timenewsbd.com/news/detail/22478
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন