আঞ্চলিক ভাষায় অনুবাদ পর্ব-১
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৩ আগস্ট, ২০১৪, ০৪:৪০:২৬ বিকাল
আঞ্চলিক ভাষায় অনুবাদ পর্ব-১
বাংলাদেশে কত রকমের ভাষা আছে তার সঠিক সংখ্যা আমার মনে হয় আল্লাহ ছাড়া কেউ জানেনা । কথায় আছে কারো বুলি কারো গালি । অর্থাৎ যে কথা কারো জন্য ভাষার প্রকাশ আবার তা একই কথা কারো জন্য গালিও হতে পারে ।
শুরু করেছিলাম সাধু বা চলিত ভাষায় বর্ণিত কিছু বাক্যকে চলিত ভাষায় রূপ দেয়ার কাজ । ফেসবুকে অনেকে মন্তব্য করে তাদের নিজ নিজ চলিত ভাষার প্রকাশ দেখিয়েছেন । এখন প্রিয় ব্লগাররা দেখাবেন ।
বন্ধুরা আপনাদের নিজ নিজ স্থানীয় আঞ্চলিক ভাষায়
লিখুন :
‘‘দুপুরে ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম ।’’
আপনার এলাকার নাম লিখতে ভুলবেন না । যেমন চট্টগ্রামের সাতকানিয়ার আঞ্চলিক ভাষায় : [ দুইরগাঁ ভাত হেইয়েনা এক্কেনাগরি ঘুম গেইলামদে ]
আঞ্চলিক ভাষা কিন্তু একই থানায় কয়েক রকম হতে পারে ।
এই আঞ্চলিক ভাষার অনুবাদ পর্ব কিন্তু বই আকারে আসতে পারে ।
সুতরাং শেয়ার করে আপনার বন্ধুদের ও মন্তব্য করার সুযোগ দিন ।
ফেসবুকের মন্তব্যসমূহ:
১) ‘দুইরগাঁ ভাত হেইয়েনা এক্কেনাগরি ঘুম গেইলামদে’-এ.আর.বাহাদুর বাহার, সাতকানিয়া, চট্টগ্রাম ।
২) ‘মাদানে খাইয়া তুরা ঘুমাইছলাম’ । শাহীন আহমেদ, সিলেট ।
৩) "দুহুরে ভাতদুগা খাই এক্কানা হুইতছিলাম ।" পারভিন সুলতানা, নোয়াখালী , সোনাইমুড়ি , আমিশাপাড়া
৪) দুরফে বাত কাই আই অল্ফ কদ্দুর হুতছিলাম.... লক্ষ্মীপুর, ব্লগার অজানা পথিক ।
৫) দুইজ্জা ভাত হাইয়েরে এক্কানা গরি ঘুম গেইলাম ( বাশখালী ), আবু ওবায়দা আরাফাত, বাঁশখালী, চট্টগ্রাম ।
৬) দুইজ্জা ভাত হাইয়েরে এক্কানাগরি ঘুম গেইলাম -মহেশখালী, জামশেদ আল মাসুম, মহেশখালী, কক্সবাজার ।
৭) দুইরগা ভাত হাইয়েনে এক্কেনাগরি ঘুম গিয়্যিদি - বাজালিয়া, সাতকানিয়া। Mohammad Ali Jinnah Bazlobi
৮) দুহুরের ভাত খাইয় এতু হুতি ছিলাম। Abu Taher Miazi
৯) দুঁইরগা ভাত হাইয়েরে এক্কানা গরি ঘুম গেইদি,
দুঁইরগা ভাত হাইয়েরে একখানা গরি ঘুম গেইলাম।-চন্দনাইশ, চট্টগ্রাম Khandakar Mohammad Habibullah
১০) "দুইরগ্যা ভাত হাইয়েরে এক্কানাগরি ঘুম গেইলাম।" চর পাড়া,সাতকানিয়া। নজরুল ইসলাম
১১) দুফইররে ভাত খায়া একটু ঘুমাইছলাম- Anwer Hossain Khan
১২) দুপুইরগাঁ ভাত খাই কদ্দুর ঘুম গেছিলাম -চৌদ্দগ্রাম, কুমিল্লা । (কুমিল্লা, চৌদ্দগ্রাম, গুনবতী), মুজাহিদ হোসাইন সজিব
১৩) DURGIA VAT HEIARE GUM GELAM DE(দুঁইরগা ভাত হাইয়েরে ঘুম গেইলাম দে) CHARPARA, SATKANIA, CTG, MD Forhad
১৪) দুফুইরা ভাত ছাইরগা খাই কুদ্দুর হুতছিলাম(ফেনী-ছাগলনাইয়া) FA Khan Bangali
ব্লগারদের করা মন্তব্যসমূহ
১৫) দুপ্পহারে ভাত খ্যায়্যা একটু নিন্দ গেছুনু-আবু সাইফ
১৬) দুহারে কতগুণ ভাত খাইয়া ইট্টুহানি ঘুমাইছিলাম। আবু জারীর
১৭) দুপুরে ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলুম৷ (গাঙ্গেয় পশ্চিমবঙ্গ)
এখন বলি;-দুপুরে ভাত খায়ে এট্টু মুঘায়ে ছিলাম৷(খুলনা সদর)-আব্দুস সামাদ, খুলনা
১৮) দুফাইর্রা বাত খাইয়া একডা গুম দেছেলাম(বরিশাল) , সজল আহমেদ
১৯) দুপুর বেলা ভাত খাইবার আয়্যা একটু ঘুমাইবার চাইছিলাম -খাস ঢাকাইয়্যা, চিরবিদ্রোহী
২০)
২১)
২২)
২৩)
বিষয়: বিবিধ
৩১৩৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলা হয়ে থাকে যে, প্রতি ৩ক্রোশ দূরত্বে এ উচ্চারণ-পার্থক্য এবং ১০ক্রোশ দূরত্বে শব্দ-পার্থক্য বোধগম্য হয়! জনবসতির ঘণত্বভেদে এ হিসাবের তারতম্য হওয়াই স্বাভাবিক!
৩ক্রোশ = ৬মাইল = ১০কিমি
দুপ্পহারে ভাত খ্যায়্যা একটু নিন্দ গেছুনু
যা খইবার আসিল আহেই খই দিয়ন।
দুপুর বেলা ভাত খাইবার আয়্যা একটু ঘুমাইবার চাইছিলাম
দুপুরে চাইরড্যা খাইয়া ইট্টু কাইত হইছিলাম
মন্তব্য করতে লগইন করুন